শিক্ষার আলো ডেস্ক
চলতি বছর অর্থাৎ ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য আসন প্রতি লড়ছেন প্রায় ১১ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ২ হাজার ৭৬৫। আবেদন করেছেন ৩০ হাজার ৮ জন শিক্ষার্থী।
আজ বুধবার (৫ জুলাই) সমন্বিত ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ২০ জুন থেকে ২৭ জুন পর্যন্ত গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির আবেদন ও বিষয় পছন্দক্রমের সময় ছিল। নির্ধারিত সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩০ হাজার ৮ জন শিক্ষার্থী আবেদন করেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে মোট ২ হাজার ৭৬৫টি আসনের মধ্যে বিজ্ঞান অনুষদে (ইউনিট এ) ৮২৫টি, মানবিক অনুষদে (ইউনিট বি) ১২৭০টি, বাণিজ্য অনুষদে (ইউনিট সি) ৫২০টি এবং বিশেষায়িত চার বিভাগে (সংগীত,নাট্যকলা,চারুকলা ও ফিল্ম এন্ড টেলিভিশন) ১৫০টি আসন রয়েছে।
Discussion about this post