শিক্ষার আলো ডেস্ক
‘বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস-গোল্ড মেডেল অ্যাওয়ার্ড ২০২২’(বিএএস-স্বর্ণপদক) এর জন্য মনোনীত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম।
গত বুধবার (৫ জুলাই) বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের পরিচালক ড. মো. সামিউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে তিনি বলেন, প্রতিবছর আমরা দুটি ক্যাটাগরিতে এ ধরনের অ্যাওয়ার্ড দিয়ে থাকি। গবেষণা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় আবেদনের প্রেক্ষিতে ভৌত বিজ্ঞান ক্যাটাগরিতে (সিনিয়র গ্রুপ) শাবিপ্রবির অধ্যাপক ড. মো. আখতারুল ইসলামকে স্বর্ণপদক- ২০২২ এর জন্য নির্বাচন করা হয়েছে।
প্রতি বছর গবেষণা কাজের ওপর ভিত্তি করে জীব বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান এ দুটি ক্যাটাগরিতে বিএএস দেশ-বিদেশের বিশিষ্ট বিজ্ঞানীদের ফেলো হিসেবে নির্বাচিত করে এবং অসামান্য তরুণ ও সিনিয়র বিজ্ঞানীদের স্বর্ণপদক প্রদান করে থাকে।
Discussion about this post