শিক্ষার আলো ডেস্ক
২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণদের সাক্ষাৎকারের তারিখ প্রকাশ করা হয়েছে। আগামী সোমবার (১০ জুলাই) নির্দিষ্ট তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের এ সাক্ষাৎকার নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি ও তালিকা প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষা ২০২২-২৩-এ উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে মুক্তিযোদ্ধা কোটা, ওয়ার্ড, উপজাতি/ক্ষুদ্র-নৃগোষ্ঠী, প্রতিবন্ধী (দৃষ্টি, বাক্, শ্রবণ, শারীরিক, নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারস ও ট্রান্সজেন্ডার/হিজড়া সম্প্রদায়), হরিজন এবং দলিত সম্প্রদায় কোটায় যারা আবেদন করেছে তাদের সাক্ষাৎকার নেওয়া হবে।
তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
আগামী ১০ জুলাই (সোমবার) সকাল ৯টায় কলা অনুষদের ডিন অফিসে প্রাথমিক যাচাই-বাছাইয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে বলা হয়েছে। যাচাই-বাছাইয়ের কোনো পর্যায়ে যদি নম্বরপত্র, সনদপত্র, কিংবা অন্য কিছু জালিয়াতি বা অসত্য প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট ছাত্র অথবা ছাত্রীর ভর্তি বাতিল হবে এবং তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ও দেশের প্রচলিত বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
১. এসএসসি এবং এইচএসসির মূল নম্বরপত্র
২. ভর্তি পরীক্ষার প্রবেশপত্র
৩. মুক্তিযোদ্ধার মূল সনদপত্র
৪. মুক্তিযোদ্ধার সঙ্গে সম্পর্কের প্রামাণিক কাগজপত্র (যেমন- ইউনিয়ন পরিষদ/সিটি কর্পোরেশন/উপজেলা পরিষদ বা জেলা প্রশাসন প্রদত্ত সার্টিফিকেট)। এটি কেবল মুক্তিযোদ্ধার নাতি-নাতনি হিসেবে আবেদনকারী শিক্ষার্থীর ক্ষেত্রে প্রযোজ্য।
৫. ওয়ার্ড কোটার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউট/অফিসের চেয়ারম্যান/পরিচালক বা অফিস প্রধানের প্রত্যয়নপত্র
৬. উপজাতি বা ক্ষুদ্র-নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে আদিবাসী প্রধান বা জেলা প্রশাসকের সনদপত্র
৭. দৃষ্টি, শ্রবণ, বাক্ ও শারীরিক প্রতিবন্ধী, নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারস ও ট্রান্সজেন্ডার/হিজড়া সম্প্রদায় প্রার্থীদের যথাযথতার সনদপত্র (বিশেষজ্ঞ ডাক্তারের সনদপত্র)
৮. হরিজন ও দলিত সম্প্রদায়ের সংগঠন-প্রধানের সনদপত্র।
Discussion about this post