অনলাইন ডেস্ক
ইংল্যান্ডের চীফ মেডিক্যাল অফিসার ডা, জেনি হ্যারিস বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীরা সুস্থ হওয়ার পর তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি দেখা যাচ্ছে। এই রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে থেকে যাচ্ছে বলেও মনে করেন তিনি।
ডা. জেনি হ্যারিস আরো বলেন, বেশিরভাগ রোগী করোনাভাইরাসের বিরুদ্ধে বেশ ভালো ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে। কম বয়সীরা করোনাভাইরাসের দ্বারা কম সংক্রমিত হচ্ছে বলেও মনে করেন তিনি।
ইংল্যান্ড সরকারের চিকিৎসা বিষয়ক এই উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরো বলেন, আমাদের দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে যারা শনাক্ত হয়েছেন এবং যারা সেরে উঠেছেন, তাদের কাছ থেকে খুঁটিনাটি বিষয়েও জানতে শুরু করেছি।
তিনি আরো বলেন, আমরা তাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার দিকে নজর দিচ্ছি। সেরে ওঠা ব্যক্তিদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। আক্রান্তদের বেশিরভাগই ভালো রেসপন্স করছে।
তিনি আরো বলেন, সেরে ওঠার পর রোগ প্রতিরোধ ক্ষমতা যে বেড়ে যাচ্ছে, তা কতদিন স্থায়ী হতে চলেছে এবং এটি কোনো অ্যান্টিবডি সরবরাহ করবে কিনা তা এক মওসুমের জন্য বা দুই-তিন বছরের জন্যও হতে পারে; তবে সেটি আমরা এখনো জানি না।
তিনি বলেন, রোগ প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে অ্যান্টিবডি তৈরি হয়। আর অ্যান্টিবডি কোনো ভাইরাসকে প্রতিরোধ করতে সক্ষম হয়।
জেনি হ্যারিস বলেন, আলাদা আলাদা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ভিন্ন ধরনের হয়। তবে কেউ আক্রান্ত হলে এক থেকে দেড় সপ্তাহ টিকে থাকতে পারলে অ্যান্ডিবডি তৈরি হয়ে যাওয়ার কথা।
সূত্র : ডেইলি মেইল
Discussion about this post