শিক্ষার আলো ডেস্ক
২০২২–২৩ শিক্ষাবর্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রাম প্রথম বর্ষ ভর্তিতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) অনলাইনে আবেদনের আহ্বান করেছে।ভর্তিচ্ছুদের আবেদন ফি ১২৯০ টাকা বিকাশ বা নগদ অথবা রকেটের মাধ্যমে দিতে হবে। আগ্রহীরা ১০ জুলাই সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন। আগামী ৩ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত চলবে আবেদন।
আবেদন যোগ্যতা:
* প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর অথবা জিপিএ ৫ স্কেলে ঐচ্ছিক বিষয়সহ ন্যূনতম ৩ পেতে হবে।
* প্রার্থীকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচারে গড়ে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
* ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার পরীক্ষায় ২০২১ সাল বা তার পরে পাসকৃত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে স্বায়ত্তশাসিত, সরকারি, আধা সরকারি, সেক্টর করপোরেশনে শিক্ষকতাসহ অন্যান্য পদে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।
* চাকরিরত প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে নিয়োগকারী প্রতিষ্ঠানের অনুমোদন নিতে হবে অবশ্যই।
* বিদেশি শিক্ষার্থীদের আবেদনের ক্ষেত্রে অবশ্যই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করতে হবে।
* অনলাইনে ভর্তিপ্রক্রিয়া বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নয়।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন এই লিঙ্কে-
আবেদন পদ্ধতি:
প্রার্থীকে http://admission.duetbd.org/ ওয়েবসাইটের মাধ্যমে ডুয়েট কর্তৃক নির্ধারিত আবেদন ফি দিয়ে অনলাইন আবেদন করতে হবে। একাধিক বিভাগে ভর্তি পরীক্ষায় অংশ নিতে চাইলে প্রার্থীকে আলাদা আলাদা আবেদন করতে হবে।
বিদেশি শিক্ষার্থীরা ভর্তি বিষয়ক তথ্য জানতে পারবেন http://www.duet.ac.bd এই লিংকে।
Discussion about this post