শিক্ষার আলো ডেস্ক
দেশের সকল বিশ্ববিদ্যালয়ে সকল বিষয়ের শিক্ষার্থীদের ল্যাঙ্গুয়েজ, আইসিটি, অন্ট্রোপ্রেনারশিপ, সফট স্কিল, ভ্যালুজ অ্যান্ড এথিকস এমবেডেড হিসেবে ও এক্সট্রা কোর্স হিসেবে পড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
গত শনিবার (৮ জুলাই) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলতায়তনে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া লিংকেজ: এমপ্লয়েবলিটি গ্র্যাজুয়েটস ইন দ্য চেঞ্জিং গ্লোবাল কনটেক্স’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী বলেন, শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় নয়, শিক্ষার্থী যে বিষয়ে পড়ুক, সব শিক্ষার্থীকে ল্যাঙ্গুয়েজ, আইসিটি অন্ট্রোপ্রেনারশিপ, সফট স্কিলস, ভ্যালুজ অ্যান্ড এথিকস এসব পড়তেই হবে। না পড়লে দক্ষ মানুষ পাবো না। আমরা যা-ই পড়াই, পাশাপাশি এগুলো পড়াতে হবে। এমবেডেড ও এক্সট্রা কোর্স হিসেবে পড়াতে হবে।
দীপু মনি বলেন, আমরা একমুখী শিক্ষার কথা বলেছিলাম, তা করতে পারিনি। সেটা ৫০ বছরের ইতিহাস। তবে সব শিক্ষার্থীকে যদি এভাবে পড়াতে পারি, তাহলে একটা জায়গায় যেতে পারবো। বিশ্ববিদ্যালয়গুলোকে যেটা করতে হবে কী পড়াতে চাই, কেন পড়াতে চাই, তা নিয়ে ভাবতে হবে। পাঁচ বছর পর সিনারিও চেঞ্জ হয়ে যাচ্ছে। ১০০ বছর আগে বিশ্ববিদ্যালয়ে যা শুরু হয়েছিল, এখনও তা-ই চলছে। আমাদের ফিজিক্যাল মাস্টারপ্ল্যান থাকতে হবে। মডিউলার এডুকেশনে যেতেই হবে।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন ঢাকা ডিসিসিআই প্রেসিডেন্ট সামির সাত্তার। এ ছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) এক্সিকিউটিভ চেয়ারম্যান নাসরিন আফরোজ।
Discussion about this post