মো. সাইদুল ইসলাম চৌধুরী
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ফল সেমিস্টার-২০২৩-তে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সুবিধার্থে ছয় দিনব্যাপী ভর্তি মেলা (এডমিশন ফেয়ার) ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে আজ (১১ জুলাই) মঙ্গলবার থেকে শুরু হয়েছে। আগামী ১৬ জুলাই, রোববার পর্যন্ত এ মেলা চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল-০৫ টা পর্যন্ত মেলা উপলক্ষে ভর্তি ফি-তে নতুনদের জন্য ২৫% এবং পুরাতন শিক্ষার্থীদের জন্য থাকছে ৫০% ছাড়ে ভর্তির সুযোগ ও আকর্ষণীয় পুরস্কার।
শুধু তাই নয় ক্যাম্পাস পরিদর্শন, বিভাগের শিক্ষকদের সাথে সাক্ষাৎ সহ টিউশন ফি-তে ৫০% পর্যন্ত বিশেষ ছাড় ( শর্ত প্রযোজ্য) দিচ্ছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ১০০% ছাড়। এছাড়াও, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য রয়েছে বৃত্তিসহ নানা ধরণের সুযোগ সুবিধা।
বিস্তারিত তথ্য জানার জন্য ইউনিভার্সিটির তথ্য অফিস(এডমিশন অফিস) অথবা সরাসরি ০১৭১১৩৯৫৯৭৭, ০১৯১১৮৮২৭৬৪, ০২৪১৩৮০১০১ -১৫। এছাড়াও ইউনিভার্সিটির ওয়েবসাইট www.southern.edu.bd থেকে যাবতীয় তথ্য জানা যাবে।
যেসব বিষয়ে আবেদন করা যাবে-
যেসব বিষয়ে আবেদন করা যাবে-
বিবিএ, এমবিএ, ইএমবিএ (হোটেল ম্যনেজমেন্টসহ), ইংরেজি, ইসলামিক স্টাডিজ, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং(ইইই) ও ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(ইসিই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, এলএলবি এবং এলএলএম।
Discussion about this post