শিক্ষার আলো ডেস্ক
নগরীতে জাতীয়বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রফেশনাল বিবিএ ও এমবিএ কোর্স পরিচালনাকারী ইনস্টিটিউট অব গ্লোবাল ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেম (IGMIS) কলেজে অনুষ্ঠিত হয়ে গেলো জমজমাট ঈদপুনর্মিলনী!
এতে কলেজের নবীন প্রবীণ সকল শিক্ষক ও ছাত্রছাত্রীরা আনন্দ উচ্ছাসে মেতে ওঠেন।
আয়োজনের প্রারম্ভে সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ এস,এম, জাকের হোসেন, গভর্ণিং বডির সভাপতি সহযোগী অধ্যাপক মো. বজলুর রহমান,বিদ্যোৎসাহী সদস্য মো. গোলাম রসূল, শিক্ষক পুষ্প কান্তি বড়ুয়া,শিক্ষিকা নুসরাত বিনতে কামাল এবং গভর্ণিং বডির সদস্য মো. মাহফুযুর রহমান।
বক্তব্যে বক্তাগণ সকল ছাত্রছাত্রীদের সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বন্ধনে আবদ্ধ থেকে প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষাজীবন পরিচালনার আহ্বান জানান।প্রবীণ শিক্ষার্থীরা তাঁদের আলোচনায় অতীতের নানা স্মৃতিচারণে ব্যস্ত হয়ে ওঠেন।
অধ্যক্ষ এস,এম, জাকের হোসেন বলেন,IGMIS কলেজ সবসময় ছাত্রছাত্রীদের কল্যাণের বিষয়টিকে প্রাধান্য দেয়।আশা করি এধরণের অনুষ্ঠান সকলের মধ্যে একটি আত্মিক বন্ধন সৃষ্টি করবে,যা আজীবন অটুট থাকবে।
আলোচনা শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এরপর সাংস্কৃতিক পরিবেশনায় গান, কবিতা ও নাচে মুখর হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। এর মাঝে চলে গল্প ও আড্ডা ।সবশেষে মিষ্টিমুখের মাধ্যমে সমাপ্ত হয় নবীন প্রবীণের এই মিলনমেলা ! অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ে ছিলেন সাইফুল ইসলাম চৌধুরী ও দীপন দাস।
Discussion about this post