শিক্ষার আলো ডেস্ক
দেশের বেসরকারি মেডিকেল কলেজে ৬৫০টি আসন খালি রয়েছে। এই আসনগুলোতে অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তি করা হবে।
আজ মঙ্গলবার (১৮ জুলাই) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (বেসরকারি মেডিকেল) ডা. উপল সীজার গণমাধ্যমে এ তথ্য জানান ।
তিনি বলেন, বেসরকারি মেডিকেলে ৬৫০টির মতো আসন ফাঁকা রয়েছে। এটি সাধারণ কোটার আসন। ভর্তির অপেক্ষায় থাকা দেশি শিক্ষার্থীদের আগামী সাতদিনের মধ্যে অপেক্ষমান তালিকা থেকে এই আসনগুলোতে ভর্তি করা হবে।
এর আগে গত ৬ জুন থেকে বেসরকারি মেডিকেলে ভর্তির আবেদন শুরু হয়। ১০ জুন পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পেরেছেন। প্রথম দফায় ভর্তির জন্য নির্বাচিতদের এসএমএস পাঠানো শুরু হয় ১৩ জুন। গত ২৭ জুন ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
বেসরকারি মেডিকেলে ভর্তি শুরু হয় ৩ জুলাই। আগামী ২৩ জুলাই থেকে মেডিকেলে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ও কোটা নির্ধারনে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত ও অনুমোদিত ‘মেডিকেল/ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা ২০২৩’ প্রযোজ্য হবে।
Discussion about this post