শিক্ষার আলো ডেস্ক
১ আগস্ট থেকে কাফনের কাপড় পরে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তারা বলছেন, জাতীয়করণের সুস্পষ্ট ঘোষণা বা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেলে তারা ক্লাসে ফিরে যাবেন না।
রোববার (৩০ জুলাই) সন্ধ্যায় বিটিএর সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ বলেন, আমরা জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ২০তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছি। প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা পাঁচ মিনিটের কথা বলতে চাই। সেই পাঁচ মিনিটের সাক্ষাৎ যদি আমরা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে না পাই, বা আমাদের নির্দেশনা দিয়ে শ্রেণীকক্ষে ফেরত না নিলে আগামী ১ আগস্ট থেকে আমরা কাফনের কাপড় পরে প্রেসক্লাবের সামনে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন করব।
তিনি আরও বলেন, ওইদিন সকাল ৯টায় আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ এর ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আমাদের কর্মসূচি শুরু করব।
শেখ কাওছার আহমদ আরও বলেছেন, ‘শিক্ষামন্ত্রণালয় আমাদের অভিভাবক। শিক্ষামন্ত্রী ও মন্ত্রণালয় আমাদের বিষয়টি সমাধান করতে পারেনি। আসলে তারা বিষয়টি সমাধান করতেও চায় না। তাই আমাদের শেষ ভরসাস্থল প্রধানমন্ত্রীর শরণাপন্ন হতে চাই। প্রধানমন্ত্রী পাঁচ মিনিট সময় দিলে আমাদের দাবির বিষয়টি বুঝাতে পারব। আশা করছি, প্রধানমন্ত্রী আমাদের সময় দিবেন কিংবা সুস্পষ্ট আশ্বাস দিবেন।’
প্রসঙ্গত, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে কয়েক হাজার শিক্ষক বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে গত ১১ জুলাই থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। আরো কিছু সংগঠন একাত্মতা প্রকাশ করেছে। গত ১৬ জুলাই থেকে তারা শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝোলানোর কর্মসূচি শুরু করেন। এরই ধারাবাহিকতায় গত বুধবার বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক নেতাদের সঙ্গে সভায় বসেন শিক্ষামন্ত্রী। সভা শেষে মন্ত্রী জাতীয়করণের বিষয়ে গবেষণায় দুটি আলাদা কমিটি গঠনের ঘোষণা দেন। তবে আন্দোলনরত শিক্ষকরা সে ঘোষণায় সন্তুষ্ট হননি। তারা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের সুস্পষ্ট ঘোষণা ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ দাবি করে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
Discussion about this post