ক্রীড়া ডেস্ক
করোনাভাইরাসের কারণে বাতিল করে দেয়া ২০১৯-২০ মৌসুমের ফ্রেঞ্চ লিগ ওয়ানের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।
দ্বিতীয় অবস্থানে থাকা দল মার্শেই থেকে ১২ পয়েন্টে এগিয়ে থাকায় এবারও শিরোপার স্বাদ পেল আগের দুই আসরের চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
এ নিয়ে টানা তিন মৌসুম ফ্রেঞ্চ লিগের চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি। গত আট আসরে সাতটি শিরোপাই এখন এই জায়ান্ট ফরাসি ক্লাবের ঘরে।
এই করোনাকালে ঘরবন্দি হয়েও চ্যাম্পিয়ন হওয়ার খুশিতে উৎফুল্ল কিলিয়ান এমবাপ্পে, নেইমার জুনিয়র, অ্যাঞ্জেল ডি মারিয়ারা।
তবে তাদের সবার চেয়ে বেশি খুশি হতে পারেন স্প্যানিশ ফরোয়ার্ড হেসে রদ্রিগেজ। কারণ পুরো মৌসুমে তার অবদান মাত্র ১ মিনিট।
গত আগস্টে লিগের শুরুতে মেন্টজের বিপক্ষে পিএসজির চতুর্থ ম্যাচে অতিরিক্ত যোগ করা সময়ে পরিবর্তিত খেলোয়াড় হিসেবে রদ্রিগেজকে নামিয়েছিলেন থমাস টুখেল।
আর তাতেই নামের পাশে চ্যাম্পিয়ন তকমাটা জুড়ে দিতে পারলেন হেসে রদ্রিগেজ।
ফ্রেঞ্চ লিগের নিয়মানুযায়ী কোনো খেলোয়াড় একবারের জন্য মাঠে নামলেই তাকে মৌসুমের অন্তর্ভুক্ত করা হয়। সে নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়ন হওয়ায় নেইমার-এমবাপ্পেদের জন্য যা যা পুরস্কার রয়েছে রদ্রিগেজের জন্যও তাই রয়েছে।
Discussion about this post