নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ প্রতীক্ষার পর এসএসসি পরীক্ষার ফল প্রকশের কাজ শুরু করার উদ্যোগ নিয়েছে ঢাকা বোর্ড। করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনজীবন স্থবির হয়ে পড়লে এসএসসি পরীক্ষার খাতার ওএমআর শিট স্ক্যানিং স্থগিত করে ঢাকা বোর্ড। ফের খাতার ওএমআর স্ক্যানিংয়ের কাজ শুরুর উদ্যোগ নেয়া হয়েছে। তাই, এসএসসির খাতার ওএমআর শিট ডাকযোগে পাঠাতে ঢাকা মহানগর ছাড়া অন্যান্য এলাকার প্রধান পরীক্ষকদের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ১০ মের মধ্যে পোস্ট অফিসের মাধ্যমে বোর্ডে ওএমআর শিট পাঠাতে হবে।রোববার (৩ মে) ঢাকা বোর্ড থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
জানা গেছে, কমলা রঙের প্যাকেটে জরুরি উল্লেখ করে সিলমোহরকৃত অবস্থায় পোস্ট অফিসের মাধ্যমে এসএসসির খাতার ওএমআর শীট পাঠাতে হবে প্রধান পরীক্ষকদের। আগামী ১০ মের মধ্যে পাঠাতে হবে ঢাকা মহানগর ছাড়া অন্যান্য এলাকার প্রধান পরীক্ষকদের।
আর ওএমআর পাঠানোর ঠিকানা, সিনিয়র সিস্টেম এনালিস্ট, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকা, ১৩-১৪ জয়নাগ রোড বকশিবাজার ঢাকা।
দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় এসএসসির ফল প্রকাশ নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়। অঘোষিত লকডাউনের কারণে গত ১৮ মার্চ এসএসসি পরীক্ষার খাতার ওএমআর শিট স্ক্যানিং কার্যক্রম স্থগিত করেছিল ঢাকা বোর্ড। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ‘এসএসসি পরীক্ষার রেজাল্ট পোস্ট অফিসের মাধ্যমে ৯৫ শতাংশ শিক্ষা বোর্ডে এসে গেছে। বাকি ৫ শতাংশ এসে পৌঁছালে রেজাল্ট প্রক্রিয়া শুরু হয়ে যাবে ।
এবছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ৩ ফেব্রুয়ারি। তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। আর ব্যবহারিক পরীক্ষা ২৯ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৫ মার্চ। এবার মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। এসএসসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ২২ হাজার ১৬৮ জন। এর মধ্যে অংশ নিয়েছে ১৪ লাখ ১৬ হাজার ৭২১ জন।
আগামী ১৫ থেকে ২০ মে’র মধ্যে এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হতে পারে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
Discussion about this post