শিক্ষার আলো ডেস্ক
২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা আজ শনিবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, আগামী ১০ আগস্টের মধ্যে এই ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
এ বছর ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৫৪৮টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৮১ হাজার ২১৯ জন। এর মধ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪ হাজার ২০০ জন পরীক্ষার্থীর আসন পড়লেও পরীক্ষায় ২ হাজার ৯৬০ জন উপস্থিত ছিলেন। সেই হিসেবে উপস্থিতির হার প্রায় ৭০.৪৮ %।
বিষয়টি নিশ্চিত করেছেন কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান।
অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জামাল উদ্দিন ভূঞা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রের হল সমূহ পরিদর্শন করেন। এসময় সিকৃবির ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান, প্রক্টর ড. মো. মনিরুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তফা সামছুজ্জামান, রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব ও বিভিন্ন অনুষদের ডিনসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Discussion about this post