শিক্ষার আলো ডেস্ক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপ-উপাচার্য প্রফেসর ড. কবির হোসেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।
শনিবার (৫ আগষ্ট) টুঙ্গিপাড়া পৌঁছে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বেদির পাশে কিছুক্ষণ নীরবতা পালন করেন।
এরপর তিনি পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধুসহ ৭৫-এর ১৫ আগস্টের কালরাতে নিহত সব শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করেন। পরে শাবির প্রো-ভিসি প্রফেসর ড. কবির হোসেন বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এরপর তিনি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থানগুলো পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন গ্লোবাল টিভির বার্তা সম্পাদক মুস্তফা মনওয়ার সুজন, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম কবির, ইত্তেফাকের সহ-সম্পাদক সানজিদা সুলতানা, শাবির সহকারী প্রক্টর আবদুল্লাহ আল ইসলামসহ অনেকে।
এর আগে সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শাবির প্রো-ভিসি ড. কবির হোসেন।
গত ১০ জুলাই (সোমবার) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পান বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. কবির হোসেন। তিনি বর্তমানে শাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি। এর আগেও তিনি শিক্ষক সমিতিতে দুইবার সভাপতি ও একবার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও ড. কবির হোসেন শাবিপ্রবির ভৌত বিজ্ঞান অনুষদ এবং কৃষি ও খনিজ বিজ্ঞান অনুষদের ডিন, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ফেডারেশনের সদস্য, শাবিপ্রবির গবেষণা কেন্দ্রের পরিচালক, বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি, সিন্ডিকেট সদস্য, একাডেমিক কাউন্সিল মনোনীত বিশ্ববিদ্যালয় পরিষদের সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
Discussion about this post