শিক্ষার আলো ডেস্ক
মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন আমেরিকা ভিত্তিক অলাভজনক , অরাজনৈতিক প্রতিষ্ঠান যা বাংলাদেশে শিক্ষা, চিকিৎসা ও জরুরী ত্রাণ সহায়তা ও শিক্ষার্থীদের বৃত্তির পাশাপাশি স্বাবলম্বী করে তুলতে কাজ করে থাকে।মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন শিক্ষাক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়ে থাকে। বর্তমানে শিক্ষাক্ষেত্রেই আমাদের ১২ টি প্রজেক্ট চলমান রয়েছে। প্রতিবারের ন্যায় এবারও মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন থেকে বিভিন্ন কলেজে চান্সপ্রাপ্ত/মনোনীত সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের কয়েক ধাপে বৃত্তি প্রদান করা হবে।এস এস সি / সমমান ২০২৩ ব্যাচের বিজ্ঞান/মানবিক/ব্যবসায় শিক্ষা বিভাগের সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থী, শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
৩১-০৭-২০২৩ তারিখ থেকে প্রাথমিক আবেদন গ্রহণ করা হবে।
কলেজ ভর্তির শেষ তারিখের ৪ দিন আগে আবেদন গ্রহণ শেষ হবে।
★ এসএসসি পরীক্ষার্থী ২০২৩ হতে হবে।
★ এসএসসি সর্বনিম্ন জিপিএঃ ৫.০০ (বিজ্ঞান), ৪.৮ (মানবিক/ব্যবসা)
★ এই সুযোগ শুধুমাত্র সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের জন্য।(আর্থিকভাবে স্বচ্ছলদের আবেদন করার প্রয়োজন নেই)
★ শিক্ষার্থীকে অবশ্যই উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী ও ব্যক্তিগত জীবনে সৎ থাকতে হবে।
MMJF HSC Bridging Stipend-2023 এর জন্য নির্বাচিত শিক্ষার্থীরা নিম্নবর্ণিত সুবিধাগুলোর জন্য বিবেচিত হবে।
১। এইচ এস সি পর্যায়ে মাসিক স্কলারশিপ (অধিক সুবিধাবঞ্চিত ও মেয়ে শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে)
২. এইচ এস সি ১ম বর্ষে ভর্তি ফি ও বই কেনার খরচ
৩. এইচ এস সি ২য় বর্ষে ভর্তি ফি ও বই কেনার খরচ
৪. এইচ এস সি ফর্ম পূরণ/ বোর্ড রেজিষ্ট্রেশন ফী
৫. এইচ এস সি এর পরে ঢাকায় এসে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করার জন্য ৪/৫ মাসের থাকা খাওয়া বাবদ মাসিক স্কলারশিপ ও পরবর্তীতে অন্যান্য সুবিধা।
লক্ষণীয় যে, এইচ এস সি ১ম বর্ষে যারা বৃত্তি পাবে, পরবর্তীতে রেজাল্ট ভালো সাপেক্ষে তারা ২য় বর্ষে পুনরায় বৃত্তি পাবে। কিন্তু রেজাল্ট ভালো না হলে ১ম বর্ষের পরেই তাদের বৃত্তি বন্ধ করে দিয়ে এই সুযোগ অন্যদের দেয়া হবে। একইভাবে যারা ২য় বর্ষ ও টেস্ট পরিক্ষায় ভালো করবে তাদের পরিক্ষার মাধ্যমে যাচাই করে ঢাকায় এনে ফ্রি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ও থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে ফাউন্ডেশন থেকে। অর্থাৎ কেউ এইচ এস সি ১ম বর্ষ থেকেই পড়াশোনায় ভালো করলে ফাউন্ডেশন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া পর্যন্ত সেই শিক্ষার্থীর পাশে দাঁড়াবে।
√প্রাথমিকভাবে নিচের গুগল ফর্ম ফিলাপ করতে হবে। ভাইভা ও যাচাই বাছাইয়ের মাধ্যমে যারা নির্বাচিত হবে তাদের ফাইনাল আবেদন নেয়া হবে।
√গুগল ফর্মে ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ বরাবর নিজ হাতে লেখা সর্বনিম্ন ৩ পেজের একটি কাভার লেটার সাবমিট করতে হবে যেখানে শিক্ষার্থী তার জীবন সংগ্রাম, পড়াশোনা, পারিবারিক ও আর্থিক সমস্যাবলী স্পষ্টভাবে তুলে ধরবে। ৩ পেজের বেশি লিখলেও সমস্যা নেই। লক্ষনীয় যে, সবগুলো পেজ স্ক্যান করে অবশ্যই একটি পিডিএফ ফাইল করে সাবমিট করতে হবে। স্ক্যান কপি ও হাতের লেখা স্পষ্ট না হলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবেদন পত্র যত বিস্তারিত হবে, ছাত্র/ছাত্রীর ব্যাপারে ততো ভালো বুঝা যাবে। হাতে লেখা আবেদনপত্রে যে সব তথ্য অবশ্যই উল্লেখ করতে হবেঃ
পারবারিক সম্পদের সঠিক পরিমাণ, পরিবার প্রধান সহ বাকিদের আয়ের সকল উৎসের বর্ণনা, পরিবারের মাসিক আয় ও ব্যায়ের হিসাব, পরিবারের ভাই-বোন সহ অন্যান্যদের বর্ণনা, নিজের সফলতা,দুঃখ,কষ্ট ও ভবিষ্যত স্বপ্নের বর্ণনা।
আবেদনপত্রটি লিখতে হবে প্রতিটি A4 কাগজে নিচের ফরম্যাটেঃ
বরাবর,
সভাপতি,
মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন
ইন্ডিয়ানা, আমেরিকা।
বিষয়ঃ এমএমজে এইচ এস সি ব্রিজিং স্টাইপেন্ড এর জন্য আবেদন।
জনাব,
বিস্তারিত………
Alternative Link: https://docs.google.com/…/1VIpuv10GRQupc5i7…/viewform…
#ফলাফল প্রকাশ
মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন কয়েক ধাপে যাচাই-বাছাই করে নির্বাচিতদের মেসেজ বা কল দিয়ে জানিয়ে দেয়া হবে। ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার ২ দিন আগে চূড়ান্তভাবে মনোনীতদের তালিকা ফাউন্ডেশনের অফিশিয়াল পেইজ এবং গ্রুপে প্রকাশ করা হবে।
★প্রাথমিক আবেদনের গুগল ফর্মটি খুব সাবধানতার সাথে পূরণ করতে হবে। প্রয়োজনীয় তথ্য নিজের সার্টিফিকেট অনুযায়ী লিখতে হবে। কোন প্রকার ভুল গ্রহণযোগ্য নয়। একবার আবেদন সাবমিট করার পর কোন প্রকার অনুরোধ গ্রহণ করা হবেনা।
★একজনের আবেদনের সাথে অন্য কারো আবেদনের সামান্য মিল খুঁজে পাওয়া গেলেও, উভয় প্রার্থীকে বাতিল বলে গণ্য হবে।
★ বর্ণিত যোগ্যতা এবং আবেদনপত্রে উল্লেখিত শর্তাবলীর কোন একটি অসম্পূর্ণ থাকলে, কোন তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে, তথ্য গোপন করলে, সঠিক মাসিক আয় উল্লেখ না থাকলে অথবা অন্য কোন প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত হলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
★ বৃত্তি পাওয়ার জন্য কার সাথে কোন ধরনের আর্থিক লেনদেন করা যাবে না। কেউ টাকা নিয়ে বৃত্তি পাইয়ে দিবার কথা বললে তার ব্যাপারে ফাউন্ডেশনকে অবহিত করার অনুরোধ রইলো।
★বৃত্তি প্রদানের ক্ষেত্রে ফাউন্ডেশনের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এক্ষেত্রে সুপারিশ বা তদবির শিক্ষার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
★ যারা চূড়ান্তভাবে বৃত্তির জন্য মনোনীত হবে তারা অবশ্যই কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার ৩ দিন আগে ফাইনাল আবেদন দাখিল করবে।
Discussion about this post