শিক্ষার আলো ডেস্ক
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা ‘রোবোসাব ২০২৩’-এ এবার রানার আপ হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের তৈরি করা স্বয়ংক্রিয় ডুবোযান ‘ব্র্যাকইউ ডুবুরি’। সেইসাথে এ প্রতিযোগিতায় ইনজেনুইনিটি স্পেশাল অ্যাওয়ার্ডও জিতেছে দলটি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৩১ জুলাই থেকে ৬ আগস্টে অনুষ্ঠিত এ বছরের প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠান হতে ৩৪টি দল অংশ নেয়।
এ প্রতিযোগিতায় প্রথম হয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর,দ্বিতীয় ব্র্যাক ইউনিভার্সিটি এবং তৃতীয় হয়েছে ইউনিভার্সিটি অব আলবার্টা।
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবটিকস প্রতিযোগিতা হলো রোবোসাব। এই প্রতিযোগিতার লক্ষ্য হলো পানির নিচের পরিবেশে বাস্তবসম্মত মিশন সম্পাদনের জন্য নতুন প্রজন্মের ইঞ্জিনিয়ারদের চ্যালেঞ্জ করা এবং পানির নিচের স্বনিয়ন্ত্রিত যানবাহনের উন্নয়নকে এগিয়ে নেওয়া। ১৯৯৭ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতার স্পন্সর রোবনেশন এবং সহ-স্পন্সর যুক্তরাষ্ট্র নৌ গবেষণা অফিস। ইভেন্টটি তরুণ প্রকৌশলী এবং এ ইউ ভি প্রযুক্তি বিকাশকারী সংস্থাগুলোর মধ্যে সম্পর্ক জোরদার করতেও ভূমিকা রাখছে। এই প্রতিযোগিতাটি বিশ্বজুড়ে সব শিক্ষার্থীর জন্য উন্মুক্ত। ২০০২ সাল থেকে এটি প্রায় প্রতি গ্রীষ্মে ইউএস নেভি স্পেস অ্যান্ড নেভাল ওয়ারফেয়ার সিস্টেম সেন্টার প্যাসিফিকের সান ডিয়েগো, ক্যালিফোর্নিয়ার ট্রান্সডেক অ্যানেকোইক পুলে অনুষ্ঠিত হয়ে আসছে। রোবোসাব প্রতিযোগিতাটি দুটি বিভাগে বিভক্ত, রোবোসাব মাইনর বিভাগে অংশগ্রহণকারী দলগুলোর যানবাহনগুলোকে একটি নিয়মাবদ্ধ রুট অনুসরণ করতে হবে, বিভিন্ন বাধা এড়াতে হবে এবং একটি লক্ষ্য অর্জন করতে হবে। রোবোসাব মেজর বিভাগে অংশগ্রহণকারী দলগুলোর যানবাহনগুলোকে আরও জটিল মিশন সম্পাদন করতে হবে, যেমন একটি সাবমেরিনের সঙ্গে যোগাযোগ করা, একটি মৃতদেহের সন্ধান করা বা একটি বিস্ফোরক ডিভাইস শনাক্ত করা।
বাংলাদেশে পানির নিচে গবেষণার ক্ষেত্রে নেতৃত্বস্থানীয় বলে পরিচিত ব্র্যাকইউ ডুবুরি স্বয়ংক্রিয়ভাবে পানির নিচে চলাচলে এবং মেশিন লার্নিং দ্বারা উপাত্ত সংগ্রহে সক্ষম। এটি পানি দূষণ হ্রাস, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমের ক্ষেত্রে টেকসই সমাধান দিতে পারে এবং সেই সঙ্গে মানুষের জন্য অভিযান পরিচালনা করা দুরূহ এমন ক্ষেত্রে স্বয়ংক্রিয় পর্যবেক্ষণ এবং গবেষণা পরিচালনা করতে পারে।
দেশের কথা মাথায় রেখে ব্র্যাকইউ ডুবুরির ক্যামেরা দ্বারা অপেক্ষাকৃত কম আলো এবং ঘোলা পানিতেও ভালোমতো দেখা যায়। স্রোতযুক্ত পানিতে যাতে ভালোমতো কাজ করতে পারে সে জন্য এতে আছে আটটি অত্যাধুনিক থ্রাস্টার।
ব্র্যাকইউ ডুবুরি দলটির উপদেষ্টা হিসেবে রয়েছেন ব্র্যাক ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ড. মো. খলিলুর রহমান এবং সহ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন রিসার্চ অ্যাসিসটেন্ট সায়ন্তন রায় অর্ক এবং মো. নাইম হোসেন সৈকত।
ব্র্যাকইউ ডুবুরি দলটিতে রয়েছেন প্রায় ৫০জন শিক্ষার্থী। দলনেতার দায়িত্ব পালন করছেন এটিএম মাসুম বিল্লাহ মিশু এবং সহ দলনেতা হিসেবে রয়েছেন মো. মাহফুজুল হক। উপদলগুলোর নেতৃত্ব দিয়েছেন এসএম মিনুর করিম, নাজমুল হক অমি, শাওনক মো. ইবনে শাহরিয়ার তালুকদার, পার্থ প্রতিম সরকার জয়, সামিয়া আবদুল্লাহ এবং উমামা তাসনুভা আজিজ।
দলটিতে কার্যকরী সদস্যের দায়িত্ব পালন করেছেন মাহদি উদ্দিন আহমেদ, সৌমিক হাসান শ্রান্ত, মো. মুশফিক বিল্লাহ এবং মো. সাজ্জাদ হোসেন চৌধুরী।
প্রসঙ্গত, রোবোনেশনের পৃষ্ঠপোষকতা ও মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাল ইনফরমেশন ওয়ার ফেয়ার সেন্টার প্যাসেফিকের সহ-পৃষ্ঠপোষকতায় এবং ক্যালিফোর্নিয়ার ট্রান্সডেকে অবস্থিত অফিস অব নেভাল রিসার্চের সহযোগিতায় অনুষ্ঠিত এ আন্তর্জাতিক প্রতিযোগিতাটি মেরিটাইম ইন্ড্রাস্ট্রিকে যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়, সেগুলোর সমাধান করে থাকে।
Discussion about this post