খেলাধূলা ডেস্ক
আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে মিরপুরে এই স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকারকে বাদ দিয়েই ঘোষণা করা হলো ১৭ সদস্যের এবারের এশিয়া কাপের দল।
আগের দিন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেন।
এশিয়া কাপের দলে বেশ কয়েকজন হুট করেই সুযোগ পেয়েছেন। যুব বিশ্বকাপজয়ী দুই দলের ক্রিকেটার তানজদি হাসান তামিম ও শামীম হোসেন পাটোয়ারীকে ডাকা হয়েছে। দীর্ঘদিন পর ফিরেছেন আফিফ হোসেন ও শেখ মেহেদী হাসান।
এবারই প্রথম বাংলাদেশের স্কোয়াডে সুযোগ পেলেন তরুণ উদ্বোধনী ব্যাটার তানজিদ হাসান তামিম। ইমার্জিং এশিয়া কাপে দারুণ পারফরম্যান্স দিয়ে জায়গা করে নিলেন এশিয়া কাপের দলে।
গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছিলেন মাহমুদউল্লাহ। এরপর বাদ পড়েন দল থেকে। খেলা হয়নি আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ। যদিও এশিয়া কাপের আগে বেশ ভালো মতোই আলোচনায় ছিলেন তিনি। ফেরার লড়াইয়ের চেষ্টা চালিয়ে গেলেও শেষ অব্দি ফিরতে পারলেন না ‘আনসাং হিরো’ খ্যাত এই অলরাউন্ডার।
ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে আগেই নিজেকে সরিয়ে রেখেছেন তামিম ইকবাল। সবশেষ আফগানিস্তান সিরিজের দল থেকে তামিম ছাড়াও বাদ পড়েছেন রনি তালুকদার ও তাইজুল ইসলাম। ডাক পেয়েছেন অলরাউন্ডার শেখ মেহেদী, শামীম পাটোয়ারী ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।তবে এই দলে সবচেয়ে বড় চমক তানজিদই। গত মাসে শেষ হওয়া ইমার্জিং এশিয়া কাপে ৪ ম্যাচে ৩ ফিফটিসহ ১৭৯ রান করেন তিনি। তার ব্যাটিংয়ে ছিল আগ্রাসীর ছোঁয়া। তামিম না থাকায় ওপেনিংয়ে লিটনের সঙ্গী কে হবেন তা নিয়ে আলোচনা চলছিল বেশ। যেখানে ছিল তানজিদের নামও। শেষ পর্যন্ত নিজের নাম এশিয়া কাপের দলে দেখতে পেলেন ২০২০ সালে অনূর্ধ্ব—১৯ বিশ্বকাপজয়ী এই ওপেনার।
১৭ জনের স্কোয়াড ছাড়াও আর তিন জনকে স্ট্যান্ডবাই হিসেবে রেখেছেন নির্বাচকরা। যদিও এই তিন জন দলের সঙ্গে সফর করবেন না। হুট করে কারও ইনজুরি কিংবা অন্য কারণে প্রয়োজন হলে তাদের নেবে বিসিবি।
৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। আগামী ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ৩ সেপ্টেম্বর তাদের পরের ম্যাচ লাহোরে, আফগানিস্তানের সঙ্গে।
এশিয়া কাপে বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শামীম পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাঈম শেখ।
স্ট্যান্ডবাই ক্রিকেটার : সাইফ হাসান, তানজিম হাসান সাকিব ও তাইজুল ইসলাম।
Discussion about this post