শিক্ষার আলো ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে নগরীর ডিজিটাল বিদ্যাপীঠ খ্যাত সাউথ এশিয়ান স্কুলে ।
সাউথ এশিয়ান স্কুলের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নির্মম হত্যাকান্ডকে স্মরণ করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিদ্যালয়ের শিক্ষক মো: মিজবাহুল হক। এরপর শুরু হয় আলোচনা সভা। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সাউথ এশিয়ান স্কুলের প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লকিতুল্লাহ। বিদ্যালয়ের শিক্ষক হামিদুর রশিদ জাভেদ এর সঞ্চালনায়ে এই শোকসভায় বক্তব্য রাখেন সাউথ এশিয়ান স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো: সালেহ উদ্দীন। শোকাবহ আগস্ট নিয়ে কবিতা আবৃত্তি করেন সহকারী শিক্ষক কাজী ইউসুফ, গান পরিবেশন করেন সহকারী শিক্ষক মৌসুমী কর, বিপুল মজুমদার এবং সালাহ উদ্দীন।
বক্তাগণ তাঁদের বক্তব্যে বলেন, এই পরাধীন বাঙালিকে অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ৬ দফা ঘোষণা করেন। তারই পথ ধরে ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে সূচিত হয় মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ঘোষণা করেন স্বাধীনতা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছে। তাই আগস্ট হলো বাংলার অশ্রুসিক্ত হওয়ার মাস।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমাপনী বক্তব্যে বঙ্গবন্ধুর স্বপ্ন, আদর্শ এবং একজন নেতা হিসেবে তিনি কতটা উদার ছিলেন তাঁর বিভিন্ন ভাষণ ও লেখা থেকে উদ্ধৃত করেন যা সভায় উপস্থিত সকলকে দেশ গঠনে অনুপ্রাণিত করে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন ধর্ম শিক্ষক আব্দুর রাহিম ।
অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের স্বরচিত কবিতা ও চিত্রাংকন, প্রবন্ধ ইত্যাদি দিয়ে সাজানো বিশেষ দেয়ালিকা পত্রিকা ‘শোকাবহ আগস্ট’– এর শুভ উদ্বোধন এবং এতে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা জনাব সৈয়দ লকিতুল্লাহ ।
Discussion about this post