শিক্ষার আলো ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শোক র্যালী ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে আদর্শে বঙ্গবন্ধু চট্টগ্রাম মহানগর শাখার নেতৃবৃন্দ।
সিটিসি কলেজ ছাত্রলীগের ছাত্রলীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সংগঠক মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে সিটি কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ শাহদাতের সঞ্চালনায় শোক র্যালী ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য ও চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার শাহেদ মিজান।
Discussion about this post