শিক্ষার আলো ডেস্ক
গত ৫ ও ৬ মে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। সে হিসেবে ৬০ দিনের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে হয়। অর্থাৎ গত ৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকদের ধীরগতিসহ কিছু কারণে যথাসময়ে ফল প্রকাশ সম্ভব হয়ে উঠেনি।
তবে চলতি আগস্ট মাসেই এ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
এনটিআরসিএর কর্মকর্তারা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পেলেই এ মাসে ফল প্রকাশ করা হবে। আর লিখিত পরীক্ষার ফল প্রকাশে দেরি হওয়ায় তা পুষিয়ে দিতে দ্রুততম সময়ের মধ্যে মৌখিক পরীক্ষারও আয়োজন করা হবে।
এনটিআরসিএর পরীক্ষা ও মূল্যায়ন শাখার পরিচালক আবদুর রহমান বলেন, ওএমআর স্ক্যানিংয়ের কাজ শেষ। স্ক্যান করা ওএমআরের নম্বরও সার্ভারে ইনপুট দেওয়া হয়েছে। এখন শেষ মুহূর্তে যাচাই-বাছাইয়ের কাজ করছি।
তিনি বলেন, যাচাই শেষে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হবে। অনুমতি মিললেই ফল প্রকাশ করা হবে। আমাদের পরিকল্পনা হলো- চলতি আগস্ট মাসেই ফল প্রকাশ করবো। সেটা চলতি সপ্তাহ কিংবা পরের সপ্তাহে হতে পারে।
পরীক্ষা ও মূল্যায়ন শাখা এ পরিচালক আরও বলেন, লিখিত পরীক্ষার ফল প্রকাশে কিছুটা বিলম্ব হয়েছে। এতে প্রার্থীদের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে দিতে দ্রুত মৌখিক পরীক্ষার আয়োজন করা হবে।
Discussion about this post