শিক্ষার আলো ডেস্ক
ইন্টার্নশিপ করার উদ্দেশ্যে মালয়েশিয়ায় গেলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ৪র্থ বর্ষ ২য় সেমিস্টারের (সেশন ২০১৮-১৯) ৫৯ জন শিক্ষার্থী। গত ১৭ আগস্ট বৃহস্পতিবার তাঁরা মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন।
শিক্ষা ও গবেষণা বিনিময়ের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তি (এমওইউ) অনুযায়ী তারা এক মাস বিনা খরচে মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেঙ্গানু (ইউএমটি) তে অবস্থান করে তাদের ইন্টার্নশিপ কার্যক্রম সম্পন্ন করবে।
মালয়েশিয়া যাত্রার প্রাক্কালে শিক্ষার্থীরা ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আশরাফ আলি বিশ্বাসের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে ফটোসেশনেও অংশ নেয়।
Discussion about this post