ক্রীড়া ডেস্ক
পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায়-দুস্থদের খাদ্য ও ইফতারের জন্য আর্থিক সহায়তা দিলেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ আর্সেনাল ও জার্মানির অ্যাটাকিং মিডফিল্ডার মেসুত ওজিল। সিরিয়া ও তুরস্কের মুসলমানদের ইফতার, সন্ধ্যার খাবার ও সেহরির জন্য তিনি দান করেছেন ৮০ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮৬ লাখ টাকা।
এতে সিরিয়া ও তুরস্কে প্রায় ১৬ হাজার মানুষ ইফতার, সন্ধ্যার খাবার ও সেহরি করতে পারবেন। রমজানের পুরো মাস জুড়েই খাবারের ব্যবস্থা করেছেন ওজিল। তুরস্কের রেড ক্রিসেন্টের মাধ্যমে এই টাকা দিয়ে খাদ্য ও ইফতার সামগ্রী কিনে অসহায়-দুস্থদের মাঝে বিতরণ করা হবে। এমন মহৎ উদ্যোগের জন্য ওজিলকে ধন্যবাদ দিয়েছেন তুরস্কের রেড ক্রিসেন্টের সভাপতি কেরেম কিনিক।
তিনি বলেন, ‘পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায়-দুস্থ মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য ওজিলকে ধন্যবাদ। অতি শিগগিরই আমরা খাদ্য সামগ্রী ও ইফতার বন্টনের ব্যবস্থা করব।’
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে অসহায় জীবনযাপন করছেন দরিদ্ররা। তাদের পাশে দাঁড়ানো সকলেই কর্তব্য ও দায়িত্ব বলে মনে করেন ওজিল। তিনি বলেন, ‘সকলেই এখন খুব গুরুত্বপূর্ণ সময় পার। দরিদ্রদের জন্য সময়টা খুবই ভয়ানক। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। আমার পক্ষে যা সম্ভব আমি করছি, আপনারাও এগিয়ে আসুন।’
৪২ দশমিক ৫ মিলিয়ন ইউরোতে ২০১৩ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে আর্সেনালে যোগ দেন ওজিল।
Discussion about this post