আন্তর্জাতিক ডেস্ক
সারা বিশ্ব যখন কাঁপছে করোনা আতঙ্কে তখন দক্ষিণ কোরিয়া দেখছে সাফল্যের পথ। প্রথম থেকেই কঠোর পদক্ষেপ নেওয়ায় করোনা অনেকটা নিয়ন্ত্রণের পথে দেশটিতে। এর জের ধরে আগামীতে আবারো করোনা আসার যে সম্ভাবনা রয়েছে তার ধাক্কা সামাল দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছে দক্ষিণ কোরিয়া। পরিস্থিতি মোকাবেলায় এক হাজার বিশেষ ক্লিনিকে রোগীদের সেবা দেওয়ার কথা ভাবছে দেশটি।
করোনায় মোকাবেলায় গৃহীত পদক্ষেপের জের ধরে, দক্ষিণ কোরিয়ার উপ স্বাস্থ্য মন্ত্রী কিম গ্যাং লিপ জানান, এ বছরের শেষের দিকে করোনার ধাক্কা সামাল দিতে ১ হাজার বিশেষ ক্লিনিক প্রস্তুত করা হবে । বিশেষত ঠান্ডা, জ্বর, কাশি আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হবে ওইসব ক্লিনিক গুলোতে। তবে যাদের ঠান্ডাজনিত সমস্যা যেমন শ্বাসকষ্ট বা অ্যাজমার সমস্যা আছে তাদেরকে এখনই দ্রুত চিকিৎসা সেবার নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
প্রথমে ৫০০ ক্লিনিকে অঞ্চলভেদে স্থানীয় চিকিৎসকের নিয়ে কাজ শুরু করা হবে। এর পরের ৫০০ ক্লিনিকে স্থানীয় হাসপাতালগুলো থেকে আবেদন সংগ্রহ করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সহজেই করোনার প্রভাব কাটবে না। এ বছরের মধ্যেই আরো দু বার আঘাত হানতে পারে প্রাণঘাতী করোনা।
Discussion about this post