সাধারণ ছুটি আরও এক দফ বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বেশ কিছু ক্ষেত্রে শিথিলতা আনা হয়েছে। সে অনুযায়ী, শপিং মল খোলা নিয়েও মন্ত্রিপরিষদের নির্দেশনা এসেছে।
মন্ত্রিপরিষদ বিভাগের একটি প্রজ্ঞাপনে শপিং মল নিয়ে নির্দেশনা দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে সীমিত পরিসরে পারস্পরিক দূরত্ব বজায় রেখে খোলা হবে শপিং মল।
বিকাল ৫টার মধ্যে বন্ধ করতে হবে এসব শপিং মল। এছাড়া প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে বলা হয়েছে। সাধারণ ছুটি বর্ধিত করা হলেও নতুন কিছু নির্দেশনা দেয়া হয়েছে।
দেশে ১৪ মে পর্যন্ত সাধারণ ছুটি চলবে। তবে শুক্র ও শনিবার মিলিয়ে সেটা ১৬ই মে পর্যন্ত থাকছে।আজ সোমবার এ ঘোষণা দিয়ে কিছু নির্দেশনা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সে অনুযায়ী, সকল প্রকার জরুরি পরিষেবা চলবে। এছাড়া সড়ক ও নৌ পথে সকল পণ্য পরিবহন অব্যাহত থাকবে। ঔষধশিল্প, উৎপাদন ও রপ্তানীমুখী শিল্প কারখানা শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে চালু রাখা যাবে।
তবে এই সময়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না। সকল মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন অফিস প্রয়োজন অনুযায়ী খোলা রাখবে। এছাড়া ঈদে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।
Discussion about this post