শিক্ষার আলো ডেস্ক
২০২২-২৩ শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শেষ করে আগামী ৫ সেপ্টেম্বর রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নবীনবরণ অনুষ্ঠিত হবে। একইসঙ্গে এদিন থেকে নতুন বর্ষের শ্রেণি পাঠদানও শুরু হবে।
সোমবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়টিতে তিনটি অনুষদের অধীনে ১৮০টি আসন ফাঁকা ছিল। ভর্তি চলমান থাকায় এসব আসনের বিপরীতে কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছে, তা এখনো জানা যায়নি। মেধা তালিকায় ও কোটায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গত ২৪-২৯ আগস্ট পর্যন্ত সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর কাঞ্চন চাকমা বলেন, অনেক শিক্ষার্থীর মাইগ্রেশনের কারণে ভর্তি প্রক্রিয়া শেষ হতে কিছুটা দেরি হচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ৫ সেপ্টেম্বরে নবীন শিক্ষার্থীদের বরণের মাধ্যমে নতুন ব্যাচের ক্লাসও শুরু করবো।
Discussion about this post