শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কনসাল্টেশন সার্ভিস বা টিটিসিএস বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের সার্টিফিকেট অর্জন করেছে। আইএসও সনদপ্রাপ্ত বুটেক্সের টিটিসিএস ল্যাবে এখন থেকে আন্তর্জাতিক মানের প্রায় সব ধরনের টেক্সটাইল টেস্টিং করা সম্ভব হবে।
সোমবার (২৮ আগস্ট) বুটেক্সের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামানের হাতে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের এই সনদ তুলে দেন প্রতিষ্ঠানের মহাপরিচালক শেখ ফয়জুল আমিন।
সার্টিফিকেট তুলে দেওয়ার সময় বিএবি’র মহাপরিচালক এবং বুটেক্সের উপাচার্য উভয়ই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার আশ্বাস দেন।
এসময় বিএবি’র মহাপরিচালক শেখ ফয়জুল আমিন বলেন, ‘বুটেক্সের এই সার্টিফিকেট অর্জনের মধ্য দিয়ে দেশের টেক্সটাইল টেস্টিং জগতে নবযুগের সুচনা হলো। স্বল্পমূল্যে এবং গুণগত মান বজায় রেখে দেশি-বিদেশি আমদানিকারক প্রতিষ্ঠানগুলো এখন থেকে বুটেক্সের টিটিসিএস থেকে সেবা গ্রহণ করতে পারবে।’
এসময় বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামান বলেন, ‘বুটেক্স কখনও কোয়ালিটিতে আপস করেনি এবং ভবিষ্যতেও করবে না।’ তাই সেবাগ্রহীতাদের সরকারি প্রতিষ্ঠান বুটেক্স থেকে সেবা গ্রহণের আহ্বান জানান উপাচার্য,সেই সাথে স্বল্পসময়ে স্বল্প খরচে বুটেক্সের টেক্সটাইল টেস্টিং সেবা অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দেন তিনি।
অনুষ্ঠানে বুটেক্সের বিভিন্ন অনুষদের ডিন এবং টিটিসিএস ল্যাবের কর্মকর্তাদের পাশাপাশি শিল্প মন্ত্রণালয়ের বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Discussion about this post