শিক্ষার আলো ডেস্ক
নানা জটিলতা কাটিয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা অবশেষে চূড়ান্ত হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব ফরিদ আহাম্মদ।
তিনি জানান, এ অবস্থা কাটাতে ২০২০ খ্রিষ্টাব্দে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা তৈরির কাজ শুরু করে মন্ত্রণালয়। নানা জটিলতা কাটিয়ে অবশেষে চূড়ান্ত হয়েছে বিধিমালা। এর ফলে ৬৫ হাজার শিক্ষক সহকারী প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাবেন। পর্যায়ক্রমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দু’টি পরিচালক পদেও ধাপে ধাপে পদোন্নতি পাবেন তারা।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে বলেও জানা গেছে।এটি প্রজ্ঞাপন আকারে জারি হওয়ার পর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর সরাসরি প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হবে না। সহকারী শিক্ষকদের পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষক করা হবে। আর বর্তমানে যারা প্রধান শিক্ষক আছেন তারাও পদোন্নতি পাবেন।
জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অনেকে সহকারী শিক্ষক হিসেবে চাকরিতে যোগদান করার পর কোনো পদোন্নতি পান না। একজন সহকারী শিক্ষককে ৩৮ বছর একই পদে থেকেই চাকরি জীবন শেষ করতে হয়। পদোন্নতির সুযোগ না থাকায় অনেকে কাজের আগ্রহ হারাচ্ছেন। এই অবস্থা দূর করতে নিয়োগ বিধিমালা চূড়ান্ত করণের উদ্যোগ নেওয়া হয়েছে।
Discussion about this post