খেলাধূলা ডেস্ক
ওয়ানডে ফরম্যাটে আজ থেকে শুরু হওয়া এশিয়া কাপে দুটি গ্রুপে ভাগ হয়ে দলগুলো খেলবে। বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান নিয়ে গ্রুপ ‘বি’ এবং ভারত ও পাকিস্তানের সঙ্গে কোয়ালিফায়ার খেলে আসা নেপাল গ্রুপ ‘এ’ তে খেলবে।
একদিকে পাকিস্তানে গিয়ে খেলতে চাইছিল না ভারত। অন্যদিকে পাকিস্তানও হাল ছাড়তে নারাজ। ভেন্যু জটিলতা থেকে রেহাই পেতে ‘হাইব্রিড মডেল’ বেছে নেয় পিসিবি। এ মডেল অনুযায়ী, ভারত ব্যতীত বাকি পাঁচ দলকে খেলতে হবে পাকিস্তানে। শুধুমাত্র ভারত খেলবে নিরপেক্ষ ভেন্যুতে।
শেষ মুহূর্তে কোনো উপায় না দেখে পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলকেই বেছে নেয় এসিসি। ফলে পিসিবির পাশাপাশি সহ আয়োজকের দায়িত্ব পায় শ্রীলংকা ক্রিকেট বোর্ড। সে অনুযায়ী, উদ্বোধনী ম্যাচসহ চারটি ম্যাচের আয়োজন করবে পাকিস্তান। অন্যদিকে গ্রুপ পর্বের ম্যাচ ও ফাইনালসহ ৯টি ম্যাচের দায়িত্ব পেয়েছে শ্রীলংকা।
এশিয়া কাপে ছয় দলের পূর্ণাঙ্গ স্কোয়াড-
বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মাহেদী হাসান, মোহাম্মদ নাঈম, শামীম হোসেন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও এনামুল হক বিজয়।
ভারত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর পাটেল, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, কুলদ্বীপ যাদব ও প্রসিধ কৃষ্ণা।
পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আবদুলাহ শফিক, ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতেখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, উসামা মীর, ফাহিম আশরাফ, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, সৌদ শাকিল।
শ্রীলংকা স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারতেœ, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, চরিথ আশালঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুশন হেমন্ত, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকসানা, প্রমোদ মাদুশান, কাসুন রাজিথা, বিনুরা ফার্নান্দো ও মাথিশা পাথিরানা।
আফগানিস্তান স্কোয়াড: হাশমতউলাহ শাহিদী (অধিনায়ক), রহমানউলাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নয়লী জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমদ, শরিফউদ্দিন আশরাফ, ফজল হক ফারুকী, আবদুর রহমান, এস সাফি।
নেপাল স্কোয়াড: রোহিত পৌডেল (অধিনায়ক), মোহাম্মদ আসিফ শেখ, কুশাল ভুরটেল, ললিত নারায়ণ, ভিম শারকি, কুশাল মালা, দিপেন্দ্র সিং, সন্দ্বীপ লামিচানে, কারান এলসি, গুলশান কুমার, আরিফ শেখ, সোমপাল কামি, প্রাতিশ জিসি, কিশোর মাহাতো, সুন্দিপ জোরা, অর্জুন সাউদ ও শায়াম ধাকাল।
Discussion about this post