শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গবেষণা প্রকল্পের অধীনে গবেষণার জন্য অনুদান পেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৪ জন শিক্ষক।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের ওয়েবসাইট থেকে বিষয়টি জানা যায়।
ওয়েবসাইট সূত্রে জানা যায়, বাংলা ও প্রত্নতত্ত্ব বিভাগের চার শিক্ষক এবারের প্রকল্পে অনুদান পেতে যাচ্ছেন। এরমধ্যে ‘কুমিল্লার লোককিসসা সংগ্রহ ও বিশ্লেষণ’ শীর্ষক গবেষণা কাজের জন্য অনুদান পেয়েছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম। এছাড়া ‘টাঙ্গাইলের পাহাড় অধ্যুষিত এলাকার (মধুপুর, ঘাটাইল ও সখিপুর): লোকসংস্কৃতি ও লোকসাহিত্য’ শীর্ষক গবেষণা প্রকল্পের অনুদান পেয়েছেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রেজাউল ইসলাম।
এছাড়া ‘এক্সপ্লোরিং দ্যা হিস্টোরিক্যাল অ্যান্ড আর্কিওলজিক্যাল এভিডেন্স ফর ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ মেডিসিন: ইনসাইট’স ইনটু ট্রেডিশনাল হেলিং প্র্যাক্টিস অ্যান্ড কালচারাল হেরিটেজ ইন বাংলাদেশ’ শীর্ষক কাজ করতে অনুদান পেয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ। ‘স্কালাপ্টারাল হেরিটেজ অফ এনসিয়েন্ট বিক্রমপুর: আইকনোগ্রাফিক ডকুমেন্টেশন অ্যান্ড ইস্টাইলেস্টিকস অ্যানালাইসিস’ শীর্ষক গবেষণা প্রকল্পের অনুদান পেয়েছেন একই বিভাগের সহকারী অধ্যাপক শারমিন রেজওয়ানা।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক ২০২২-২৩ অর্থবছরে মৌলিক গবেষণাকর্মে সহায়তার জন্য দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ২১ জনকে চূড়ান্তভাবে অনুমোদন দেন।
Discussion about this post