শিক্ষার আলো ডেস্ক
১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা সেপ্টেম্বরের মধ্যে শুরুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে এনটিআরসিএ এর বিশেষ সুত্র। এজন্য দ্রুত ভাইভা বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
ওই সূত্র আরও জানায়, মৌখিক পরীক্ষা দ্রুত সময়ের মধ্যে শেষ করতে ৬ থেকে ৮টি বোর্ডের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি বোর্ডে একজন করে বিশেষজ্ঞ থাকবেন। এই বিশেষজ্ঞ চুড়ান্ত করণ শেষে মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।
গতকাল বুধবার দিবাগত রাতে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ২৬ হাজার প্রার্থী উত্তীর্ণ হন।
লিখিত পরীক্ষায় স্কুল পর্যায়ে উত্তীর্ণ হয়েছেন ১৯ হাজার ৯৫ জন। স্কুল পর্যায়-২ এ ২ হাজার ১০১ জন ও কলেজ পর্যায়ে ৫ হাজার ৪৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
Discussion about this post