খেলাধূলা ডেস্ক
এবার ইন্টার মায়ামিতে নাম লেখালো মেসিপুত্র। ক্লাবটার একাডেমীর অনূর্ধ্ব-১২ দলের হয়ে চলতি সিজনের জন্য চুক্তিবদ্ধ হয়েছে থিয়াগো মেসি। এর আগে অন্যান্য ফুটবলারদের সন্তানরাও যুক্ত ছিলেন সংশ্লিষ্ট ক্লাবে। তবে থিয়াগোর মেসির বেলায় এটাই প্রথম।
বাবার মতো ভালোবাসা পেতে চাইলে তো বাবার ফুট প্রিন্টই অনুসরণ করা চাই। তাইতো এবার ইন্টার মায়ামিতে নাম লেখালো ১০ বছরের থিয়াগো। ক্লাবটার একাডেমিতে অনূর্ধ্ব-১২ দলের হয়ে ২০২৩-২৪ সিজনের জন্য চুক্তিবদ্ধ হয়েছে মেসি জুনিয়র। ফ্লোরিডার ব্লু ট্রেনিং সেন্টারে প্র্যাকটিস করবে থিয়াগো যার ঠিক পাশেই অনুশীলন করেন বাবা মেসি, সার্জিও বুসকেটস ও জর্দি আলবারা।
তারকা ফুটবলারদের চুক্তির সুবাদে তাদের সন্তানদেরও জুনিয়র দলগুলোতে সুযোগ পেতে দেখা যায়। যেমনটা ক্রিশ্চিয়ানোর রোনালদোর ছেলেকে দেখা যায় এখন আল নাসরের জার্সিতে।
থিয়াগো এর আগে কোন ক্লাবের সাথে যুক্ত না থাকলেও এর আগে বার্সেলোনায় ৬-৮ বছর বয়সীদের নিয়ে বার্সা এসকোলা প্রজেক্টের অধীনে ট্রেনিং করতো।
এই একাডেমি থেকে উঠে এসেছে বেঞ্জামিন ক্রেমাশ্চি, ডেভিড রুইজ এবং নোয়াহ এলেনদের মতো তরুণ প্রতিভা। যারা বর্তমানে আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে খেলছেন মায়ামির মূল দলে।
Discussion about this post