শিক্ষার আলো ডেস্ক
২০২২-২৩ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাসে স্নাতক (সম্মান) প্রোগ্রামের ভর্তি আবেদনের ফলাফল আগামী ১২ সেপ্টেম্বর প্রকাশ হবে।
আজ সোমবার (৪ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন অধ্যাপক ড. মো. নাসির উদ্দীন।
তিনি বলেন, আগামী ১২ সেপ্টেম্বর মেধাতালিকা প্রকাশ করা হবে। পরবর্তীতে ১৪, ১৫ এবং ১৬ সেপ্টেম্বর ৩ দিনব্যাপী ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার নেওয়া হবে। এরপর ২৫ সেপ্টেম্বর থেকে এই সেশনের প্রথম বর্ষের শ্রেণি কার্যক্রম শুরু করা হবে।
গত ২৭ জুলাই থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ শুরু হয়েছে আগামীকাল ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রাথমিক আবেদন ফরম পূরণ।
Discussion about this post