খেলাধূলা ডেস্ক
শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ওই ম্যাচে একা লড়াই করে ১২২ বলে ৮৯ রান করেন শান্ত। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি হয়ে যায় বাঁচা-মরার লড়াই। মেহেদী হাসান মিরাজকে নিয়ে ১৯৪ রানের রেকর্ড জুটি গড়ে দলকে ৩৩৪ রানের বড় পুঁজি এনে দেন।
এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯ রানের পর আফগানিস্তানের বিপক্ষে করেন ১০৪ রান। গ্রুপ পর্বের ম্যাচ শেষে ১৯৩ রান নিয়ে শান্ত সবার ওপরে অবস্থান করছেন।
সেই শান্তই কিনা এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। আফগানিস্তানের বিপক্ষে খেলার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন এই বাঁহাতি ব্যাটার। পাকিস্তান থেকে দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন তিনি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন শান্ত। ফিজিও বায়েজিদ ইসলাম বলেছেন, ‘শান্ত ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে ভোগার কথা জানায়। সে ফিল্ডিং করতে পারেনি। এমআরই স্ক্যানের মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি, শান্ত টুর্নামেন্টের বাকি অংশে খেলবে না। সে দেশে ফিরে বিশ্বকাপের প্রস্তুতির জন্য পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নেবে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে দলকে শুভকামনা জানিয়েছেন শান্ত।
তিনি লিখেছেন, ‘২০২৩ এশিয়া কাপে আমার যাত্রা শেষ হয়েছে। আমি মাসল টিয়ারে ভুগছি, এই টুর্নামেন্টে আর থাকছি না। বাকি ম্যাচগুলোর জন্য বাংলাদেশ দলকে শুভকামনা জানাই। তাড়াতাড়িই দেশে ফিরে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবো। সমর্থনের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ’
ফর্মে থাকা শান্ত ছিটকে যাওয়ায় সুপার ফোরে কঠিন পরিস্থিতিতে পড়তে হবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে। এদিকে শান্ত ছিটকে যাওয়ায় নতুন করে লিটন দাস মূল স্কোয়াডে সংযুক্ত হতে পারবেন।
মঙ্গলবার রাত ৯টায় কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দোহা হয়ে লাহোরে রওনা দেন লিটন। এই খবর জানা যায় সকালেই। মধ্য রাতে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিসিবি জানায়, পুরোপুরি সুস্থ হয়ে দলে যোগ দিচ্ছেন সহঅধিনায়ক। সুপার ফোরের ম্যাচে খেলার জন্য পাওয়া যাবে তাকে।
Discussion about this post