শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলে অনুষ্ঠিত হলো ‘৩য় হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা-২০২৩’। প্রতিযোগিতায় ফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ডিবেটিং সোসাইটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হওয়া চূড়ান্ত বিতর্কে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিকে (সরকারি দল) ৭-০ ব্যালটে হারিয়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব (বিরোধী দল)। এতে শ্রেষ্ঠ বিতার্কিক হওয়ার গৌরব অর্জন করেন বিরোধী দলের উপনেতা নাইমুর রহমান। এতে স্পিকার হিসেবে ছিলেন মুহসীন হল ডিবেটিং ক্লাবের সাবেক বিতার্কিক ড. মো শামীম রেজা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার প্রদানের পাশাপাশি মুহসীন হল ডিবেটিং ক্লাব কর্তৃক আয়োজিত কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ছয়জনকে পুরস্কার প্রদান করা হয়। দুই দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতাটির মূল বিচারক পর্ষদে ছিলেন অনিন্দ্য রহমান, জিহাদ আল মেহেদি, নিপু ইসলাম তন্নী ও আবু তাহের।
এর আগে, গত শনিবার (২ সেপ্টেম্বর) ‘যুদ্ধ নয়, মানবিক পৃথিবীর প্রত্যাশায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিতর্ক প্রতিযোগিতাটির উদ্বোধন করা হয়।
প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৭টি হল এবং দেশের ১২টি বিশ্ববিদ্যালয়সহ মোট ৩২টি দল অংশগ্রহণ করে। এশিয়ান সংসদীয় পদ্ধতি ও প্রথম পর্যায়ে ট্যাব পদ্ধতি অনুসরণ করে প্রতিযোগিতার ফাইনালে ওঠে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব।
আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান, মুহসীন হল ডিবেটিং ক্লাবের মডারেটর আইনুল ইসলাম, শরীয়তপুর জেলা পুলিশ সুপার মো. মাহবুবুল আলম এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি মো. মাহবুবুর রহমান মাসুম বিশেষ অতিথি হিসেবে ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহসীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ফুয়াদ হোসেন।
Discussion about this post