শিক্ষার আলো ডেস্ক
২০২২-২৩ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের বিষয়ভিত্তিক ৬ষ্ঠ মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।
৬ষ্ঠ মেধাতালিকায় বাণিজ্য শাখা থেকে মেরিট পজিশন ১০৬১, বিজ্ঞান শাখা থেকে মেরিট পজিশন ২০৪ ও মানবিক শাখা থেকে মেরিট পজিশন ৯৩ পর্যন্ত সাবজেক্ট পেয়েছে এই তালিকায়।
৬ষ্ঠ মেধাতালিকা,২য় প্রতিবন্ধী কোটা এবং মৌখিক পরীক্ষা বিজ্ঞপ্তি
৬ষ্ঠ নির্বাচিত তালিকা ( বাণিজ্য বিভাগ )
৬ষ্ঠ নির্বাচিত তালিকা ( মানবিক বিভাগ )
৬ষ্ঠ নির্বাচিত তালিকা ( বিজ্ঞান বিভাগ )
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের চিফ কো-অর্ডিনেটর ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএ (ইউনিট ‘বি’), বিবিএ প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা ২০২২-২৩ শিক্ষাবর্ষে বাণিজ্য, অ-বাণিজ্য গ্রুপে উত্তীর্ণ পরীক্ষার্থীদের পঞ্চম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষে আসন শূন্য থাকায় অপেক্ষমান তালিকা থেকে মেধাক্রম অনুসারে বিভাগের শূণ্য আসনের বিপরীতে ভর্তির জন্য ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ করা হলো।
এতে আরো জানানো হয়েছে, নির্বাচিত ছাত্র-ছাত্রীদের আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ২টার মধ্যে ডিন অফিসে এসে (ডীনস্ কমপ্লেক্স, তৃতীয় তলা, রুম নং ৩১২) সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে। এরপর অনলাইনে ভর্তি ফরম পূরণ করে তিন কপি প্রিন্ট করে অফিস চলাকালীণ সময়ের মধ্যে বিজনেস স্টাডিজ অনুষদ অফিসে এসে ভর্তির পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে।
২য় নির্বাচিত তালিকা (প্রতিবন্ধী কোটা)
এতে আরো বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে ভর্তির আর কোনো সুযোগ থাকবে না। ভর্তি হওয়া ছাত্র ছাত্রীদের মেধা স্কোর ও বিষয় পছন্দের ক্রমানুসারে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন প্রক্রিয়া অব্যাহত থাকবে। বিভাগ পরিবর্তনের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (www.ru.ac.bd) প্রকাশ করা হবে।
আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেধাক্রম অনুসারে পরবর্তী তালিকা ১৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.ru.ac.bd) প্রকাশ করা হবে।
Discussion about this post