শিক্ষার আলো ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রোডে দুপুর আড়াইটার পর থেকে শাটল ট্রেন স্বাভাবিক শিডিউলে চলছে। রোববার (১০ সেপ্টেম্বর) রেলওয়ে কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, ষোলশহর স্টেশন মাস্টার জয়নাল আবেদিন। তিনি বলেন, সকালে ১১টার দিকে রেলওয়ের ভিআইপি লাউঞ্জে চবি প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষের মিটিং হয়েছে। সেখানে ট্রেন চলাচলের সিদ্ধান্ত হয়েছে। আজ দুপুর ২টা ৫০ মিনিটে বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ট্রেন ছেড়েছে। এরপর থেকে স্বাভাবিক শিডিউলে ট্রেন চলাচল করবে।
নির্ধারিত শিডিউলে স্বাভাবিকভাবেই চলবে শাটল ট্রেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ রোকন উদ্দিন।
এছাড়া, এ বিষয়ে সহকারী প্রক্টর মো. মোরশেদুল আলম বলেন, বিকেল থেকে শাটল ট্রেন চলাচল করবে। বেলা দেড়টায় ও আড়াইটায় ক্যাম্পাস থেকে ছেড়ে আসা ট্রেনটি চলবে না। ক্যাম্পাস থেকে বিকেল ৪টায় শাটল ট্রেন চলাচল শুরু হবে।
প্রসঙ্গত,গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) শাটল ট্রেনের ছাদে বসে ক্যাম্পাসে যাওয়ার সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ২০ আহত হয়েছিলেন।এ ঘটনায় নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ রেখেছেন লোকোমাস্টাররা। এদিকে ছয়টি শর্ত দিয়ে ট্রেন চলাতে রাজি হয়েছেন রেলওয়ের কর্মচারীরা।
রেলওয়ের কর্মচারীদের দেওয়া ছয়টি শর্ত হলো—
১.পাহাড়তলী থেকে প্রতিটি ইঞ্জিন সঙ্গে রেলওয়ে পুলিশের (জিআরবি) কমপক্ষে চারজন সদস্য দিতে হবে;
২. বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, রেলওয়ে কর্তৃপক্ষ, রেলওয়ে কর্মচারীদের প্রতিনিধি ও পুলিশ প্রশাসন মিলে বৈঠক করতে হবে। ওই বৈঠকে যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করতে হবে;
৩. বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা;
৪. ট্রেনের ছাদে ও ইঞ্জিনে শিক্ষার্থী উঠলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে;
৫. ছাত্রদের সচেতনতা বাড়াতে শ্রেণিকক্ষে কাউন্সেলিং করতে হবে ;
৬. গত বৃহস্পতিবার লোকমাস্টারদের লাঞ্ছিতের ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
Discussion about this post