শিক্ষার আলো ডেস্ক
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) স্বাধীনতা দিবস হলের আবাসিকতা প্রত্যাশী শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ।
রোববার (১০ সেপ্টেম্বর) স্বাধীনতা দিবস হলের প্রভোস্ট মাহবুব আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, অত্র বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা দিবস হলে অবস্থানরত শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, গত ১৯ জুলাই তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে যারা আবাসিকতার জন্য আবেদন করেছেন, তাদেরকে আগামী ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় প্রভোস্ট অফিসে সাক্ষাৎকারে জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
তবে এক্ষেত্রে আবেদনকারী সব শিক্ষার্থীকে সাক্ষাৎকারের আগে অর্থাৎ ১১ ও ১২ সেপ্টেম্বর তারিখের মধ্যে অফিস চলাকালে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্যাদি দিতে হবে।
এ বিষয়ে প্রভোস্ট মাহবুব আলম বলেন, আমাদের হলের খালি থাকা আসনের বিপরীতে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকার শেষে আলোচনা ও বিবেচনা সাপেক্ষে তাদের আবাসিকতা প্রদান করা হবে।
Discussion about this post