শিক্ষার আলো ডেস্ক
অবশেষে গাঁটছড়া বাঁধলেন অনলাইন দুনিয়ার জনপ্রিয় উদ্যোক্তা আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ !আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শুক্রবার জুম্মার নামাজের পর রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে পরিবারের মানুষদের উপস্থিতিতে তাদের আকদ সম্পন্ন হয়েছে।
এদিকে, কয়েকদিন আগেই তাদের নিকটতম বন্ধু-বান্ধবীদের দু’জনের বিয়ের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রের ছবি দিয়ে আয়মান সাদিক ও মুনজেরিন শহীদকে সোশ্যাল মিডিয়ায় শুভ কামনা জানাতে দেখা যায়। যা রীতিমতো ভাইরাল হয়েছে ফেসবুকে।আগামী ২৩ সেপ্টেম্বর হবে তাদের বিবাহোত্তর সংবর্ধনা।
শিক্ষার্থী ও তরুণ সমাজে তুমুল জনপ্রিয় দুই সেলিব্রিটি শিক্ষক পরস্পর ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্কে ছিলেন দীর্ঘদিন। এরই সফল পরিণতি এই বিয়ে।
আয়মান সাদিক একজন তরুণ শিক্ষা উদ্যোক্তা এবং ইন্টারনেট ব্যক্তিত্ব। তিনি ২০১৫ সালে ‘১০ মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ করেন।
২০১৮ সালে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের হাত থেকে ‘কুইনস ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ নেন আয়মান সাদিক। ফোর্বসের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সেরা ৩০০ তরুণ উদ্যোক্তার তালিকায় স্থান পান একই বছর।
চট্টগ্রামের মেয়ে মুনজেরিন শহীদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। এরপর শতভাগ বৃত্তি নিয়ে একই বিষয়ে স্নাতকোত্তর করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। মুনজেরিন শহীদ মূলত আলোচনায় আসেন ‘১০ মিনিট স্কুল’র একজন শিক্ষিকা হিসেবে।
আয়মান সাদিকের পিতা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তায়েবুর রহমান ও মাতা শারমিন আক্তারের পুত্র আয়মান সাদিকের জনাম কুমিল্লায় এবং শহীদ উদ্দিন আহমেদ চৌধুরী ও মনোয়ারা শহীদের কন্যা মুনজেরিন শহীদের কন্যা মুনজেরিন শহীদ এর জন্ম চট্টগ্রামে।
শুভানুধ্যায়ী এবং ভক্তবৃন্দ নুতন এই দম্পতির প্রতি অফুরান ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছে।
Discussion about this post