শিক্ষার আলো ডেস্ক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক আয়োজিত দুইদিন ব্যাপী ‘সিওইউ-ব্রাকনেট ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট -২০২৩’ বিজয়ী হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর দল ‘বুয়েট নাইটফল’।
শনিবার (১৬ সেপ্টেম্বর) প্রকৌশল অনুষদে বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে মোট ৭১ টি দলের অংশগ্রহণে এ প্রতিযোগিতা শুরু হয়। পরে বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল রুমে প্রতিযোগিদের ফলাফল ঘোষণা করা হয়।
এসময় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাছানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান মো.শাহরিয়ার মানজুর । এছাড়াও উপস্থিত ছিল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর দল ‘বুয়েট নাইটফল’, দ্বিতীয় স্থান অর্জন করেছে ইসলামি বিশ্ববিদ্যালয়ের দল ‘সংশপ্তক’, তৃতীয় স্থান অর্জন করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দল ‘এনএসউ প্রিমিউটেড’, চতুর্থ স্থান অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দল ‘ আরও নাউ অর নেভার ‘ এবং পঞ্চম স্থান অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দল ‘রুয়েট জিরো এসি স্কোয়াড এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দল ‘ সিওউ আনপ্রেডিক্ট্যাবল ৩২০৭’ দশম স্থান অর্জন করেছে।
প্রতিযোগিতার বিষয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদুল হাছান বলেন, এরকম সুন্দর একটা আয়োজন আমরা সুন্দরভাবে শেষ করতে পেরেছি। প্রতিযোগিতার উদ্দেশ্য শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করা। মোট ৭১ টি দল অংশগ্রহণ করেন প্রতিটি দলে ৩ জন ও এক জন কোচ ছিলেন। ভবিষ্যতে এমন আয়োজন আরো করা হবে।
প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন বলেন, যারা আজকের প্রতিযোগিতায় উপস্থিত হয়েছেন তাদের সবাইকে সাধুবাদ জানায়। ভবিষ্যতে এমন আরো সুন্দর প্রোগ্রামিং প্রতিযোগিতা আয়োজন করা হবে। এছাড়া এমন আয়োজনের মাধ্যমেই আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারবো ভবিষ্যৎে।
উল্লেখ্য, প্রতিযোগিতার প্রথম পাঁচটি দলকে মোট ৬০ হাজার টাকা প্রাইজ মানি দেওয়া হয়। যেখানে প্রথম দল ১৫ হাজার টাকা ও ৫ম দল ছয় হাজার টাকা পায়।
Discussion about this post