শিক্ষার আলো ডেস্ক
সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রথম প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মো. ফখরুল ইসলাম।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শাহ আলী বিষয়টি নিশ্চিত করেছেন ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোহরাব আলী স্বাক্ষরিত অফিস আদেশ অনুযায়ী ড. মো. ফখরুল ইসলামকে প্রক্টর হিসেবে নিয়োগ দেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম। এ ছাড়াও সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বরুণ চন্দ্র রায়কে।
নবনিযুক্ত প্রক্টর ড. ফখরুল ইসলাম বলেন, মাননীয় উপাচার্য স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি আমাকে প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন, আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালনে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। আশা করছি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারবো।
এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ আজম বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ধীরে ধীরে পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিধিবদ্ধ পর্ষদসমূহ পূর্ণরূপ লাভ করছে।
Discussion about this post