শিক্ষার আলো ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সর্বশেষ মেধাতালিকা প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মো. শহিদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১০ম মেধাতালিকার বিজ্ঞপ্তি ( গ্রুপ ১,২,৩,৪ এবং অ-বিজ্ঞান) দেখুন
মুক্তিযোদ্ধা কোটার ৬ষ্ঠ নির্বাচন ও অপেক্ষমাণ তালিকা দেখুন-
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারীজ, ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ এর ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বি.এসসি. (সম্মান)/বি.ফার্ম (সম্মান)/বি.এসসি. এলি. / ভি.ভি.এম./বি.এসসি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ও পছন্দক্রম জমাদানকারী প্রার্থীদের মধ্য থেকে শুন্য আসনের ভিত্তিতে দশম নির্বাচন ও অপেক্ষমান তালিকা প্রকাশ করা হলো।
নির্বাচিত ভর্তিচ্ছুদের আগামী ২২ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দুপুর ৩টার মধ্যে ভর্তি ওয়েবপেজে প্রদত্ত পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পরে ২৪ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ৪১২ নং কক্ষে উপস্থিত হয়ে কাগজপত্র যাচাই সাপেক্ষে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এতে আরো বলা হয়েছে, ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া শেষ হচ্ছে। ভবিষ্যতে ভর্তি বাতিলের কারণে উল্লেখযোগ্য সংখ্যক আসন শূন্য হলে এবং তা পূরণের জন্য ভর্তির সময় বৃদ্ধি হলে ভর্তি ওয়েবসাইট-এ জানানো হবে। এজন্য আগামী কয়েক সপ্তাহ ভর্তি ওয়েবসাইট ও মোবাইলের দিকে দৃষ্টি রাখার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।
Discussion about this post