নিজস্ব প্রতিবেদক
নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতনের আবেদন সময় ফের বৃদ্ধি করা হচ্ছে। আজ ৫ মে পর্যন্ত মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক প্রতিষ্ঠানগুলোর শিক্ষক কর্মচারীরা এমপিওর আবেদনের শেষ সময়।ছিল। সার্ভার ও সফটওয়্যার জটিলতায় শিক্ষকরা এমপিওভুক্তির জন্য আবেদন করতে না পারায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে৷
মঙ্গলবার (৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে শিক্ষা অধিদপ্তরকে সময় বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র থেকে জানানো হয় , এমপিওভুক্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক স্কুল গুলোর শিক্ষকদের এমপিও আবেদনের সময় বাড়ানো হচ্ছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। যাতে সর্বোচ্চ সংখ্যক শিক্ষক এমপিও আবেদন করে এমপিওভুক্ত হতে পারে সে বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় দেখছে। সফট্ওয়ারে জটিলতার বিষয়টি নিয়েও শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সাথে কথা বলছে।
এদিকে কয়েকজন উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তা জানান, এটি একটি মানবিক ব্যাপার ।শিক্ষকরা বহুদিন যাবত এমপিওর জন্য অপেক্ষা করছে। আমাদের যতটুকু সম্ভব আমরা তাদের আবেদন গ্রহণ করব।
Discussion about this post