শিক্ষার আলো ডেস্ক
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিধিমালা-২০২৩ অনুমোদিত হয়েছে। এ উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও সচিব ফরিদ আহাম্মদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই শুভেচ্ছা জানানো হয়।
সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মহিউদ্দীন আহম্মেদ তালুকদার প্রতিমন্ত্রী, সচিব ও অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘বিগত প্রায় ৩০ বছর যাবত প্রাথমিক শিক্ষায় কর্মকর্তা-কর্মচারীদের উপযুক্ত কোনো নিয়োগ বিধি না থাকার কারণে দীর্ঘদিন ধরে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী পদোন্নতি থেকে বঞ্চিত হয়ে আসছিলেন।’
তিনি আরো বলেন, ‘নিয়োগ বিধি অনুমোদন হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। একই কারণে দীর্ঘদিন থেকে জনবল নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছিল না। ফলে অধিদপ্তর ও মাঠ পর্যায়ের অফিসগুলোতে তীব্র জনবল সংকট বিরাজ করছিল। মারাত্মকভাবে ব্যাহত হয়েছে দৈনন্দিন কাজ। নিয়োগ বিধি অনুমোদন পাওয়ার পর জনবল নিয়োগে আর কোনো বাধা থাকল না।’
এ সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেন, মোছা. নুরজাহান খাতুন, মো. রাশেদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ইমামুল ইসলাম, ঢাকা বিভাগের উপপরিচালক মির্জা হাসান খসরু, সহকারী পরিচালক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল আজিজ, শিক্ষা অফিসার রোখসানা হায়দার, গাজীপুর পিটিআই সুপারিনটেনডেন্ট মোসফেকা বিনতে সুলতান, এক্রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহসুমা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।
Discussion about this post