শিক্ষার আলো ডেস্ক
সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গণরুম সংস্কৃতি বন্ধ করার উদ্যোগ নিচ্ছে প্রশাসন। এছাড়াও নিয়মিত ও বৈধ শিক্ষার্থী ব্যতীত অন্য কেউ হলে থাকতে পারবে না। সিট বরাদ্দ দেওয়া হবে নীতিমালা অনুযায়ী।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, গত ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সকল হলের প্রাধ্যক্ষ ও প্রক্টরের উপস্থিতিতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় আবাসিক হলের বিষয়ে মোট আটটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভার সিদ্ধান্ত অনুসারে, শুধু নিয়মিত ও বৈধ শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবে। অন্যান্য সিদ্ধান্তগুলোর মধ্যে হলো, গেস্টরুম ও গণরুম অবিলম্বে বন্ধ করতে হবে, হলে একক কক্ষ নিয়ে কোন শিক্ষার্থী বসবাস করতে পারবে না, যাদের ছাত্রত্ব নেই তারা হলে অবস্থান করতে পারবে না। হলের সৌন্দর্যবর্ধন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর হল সমূহে প্রেরণ করবেন এবং হলে কোনো সমস্যা দেখা দিলে হল প্রশাসন সমাধানের তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
Discussion about this post