শিক্ষার আলো ডেস্ক
২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের আর বিশ্ববিদ্যালয় পরিবর্তনের কোনো সুযোগ দেওয়া হবে না।
সোমবার (২৫ সেপ্টেম্বর) গুচ্ছ ভর্তি কমিটির সভায় বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা এ সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া শূন্য আসনে ভর্তির বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।
গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করছেন । তিনি বলেন, ইন্টার ইউনিভার্সিটি ট্রান্সফার আর হবে না। চারটি মেধাতলিকা দেওয়া হয়েছে, মাইগ্রেশনেরও সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা ভর্তি না হলে তো কিছু করার নেই।তবে খালি সিটগুলো কীভাবে পূরণ হবে, সে বিষয়ে টেকনিক্যাল কমিটি বুধবার (২৭ সেপ্টেম্বর) সম্পূর্ণ প্রস্তাবনা দেবেন।
জানা গেছে, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো ২১০০-২২০০ আসন ফাঁকা রয়েছে। এত বিপুল সংখ্যক আসন খালি রেখে ক্লাস কার্যক্রম শুরু করতে চায় না আয়োজক কমিটি। অন্যদিকে আসন খালি রেখে ভর্তি কার্যক্রম গুটিয়ে নিলে অনেকের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন শেষ হয়ে যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলো কাঙ্খিত শিক্ষার্থী পাবে না।
Discussion about this post