অনলাইন ডেস্ক
বর্তমান সময়ে অনলাইন পরিসরে যোগাযোগের জন্য আমরা একে অপরকে সাধারণত তথ্য আদান প্রদান করে থাকি। এতে করে নানা গুরুত্বপূর্ণ তথ্য থেকে যায় ‘ম্যাসিজিং প্ল্যাটফর্মে’। যা থেকে ব্যক্তিগত তথ্য চুরি বা ফাঁসের ঝুঁকি তো থাকেই। তাই অনলাইন পরিসরে নিজের তথ্যকে নিরাপদ রাখতে ব্যবহার করা যায় নানা ধরনের এনক্রিপটেট সফটওয়্যার বা মেসেজিং প্ল্যাটফর্মের বেশ কিছু ফিচার।
সেক্ষেত্রে মেসেজিং অ্যাপ্লিকেশন ব্যবহারে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহৃত কিছু ফিচার হলো:-
ডিসঅ্যাপিয়ারিং মেসেজ
এই ফিচারের ক্ষেত্রে মেসেজ আদান-প্রদানের পর একটি নির্দিষ্ট সময় পর্যন্তই মেসেজগুলো দেখা যায়। নির্দিষ্ট সময়ের পর মেসেজগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। ব্যবহারকারীরা নিজেদের সুবিধামতো এ সময় নির্দিষ্ট করে দিতে পারবেন। টাইমারের মাধ্যমে যেকোনো গোপনীয় তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করছে এই ফিচার। এ ধরনের ফিচার রয়েছে ইমো ও স্ন্যাপচ্যাটে।
সিক্রেটচ্যাট
এর মাধ্যমে চ্যাট উইন্ডো থেকে বের হয়ে যাওয়া মাত্রই সম্পূর্ণ উইন্ডো মুছে যায়। প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা রক্ষায় এই ফিচার বেশ কার্যকর। এ ধরনের ফিচার রয়েছে ইমো ও টেলিগ্রামে।
টাইম মেশিন
এই ফিচারের মাধ্যমে সময় নির্বিশেষে যেকোন কথোপকথন চ্যাট হিস্ট্রি থেকে ডিলিট করা যায়। এতে করে ব্যবহারকারীদের নিজেদের ব্যক্তিগত তথ্যের ওপরে নিয়ন্ত্রণ থাকে, যা মেসেজিং অ্যাপগুলোকে আরও সুরক্ষিত করে। এ ধরনের ফিচার রয়েছে ইমোতে।
ব্লক স্ক্রিনশট ফর কলস
চমৎকার এ ফিচারের মাধ্যমে আপনি যে কাউকে ভিডিও কল চলাকালীন স্ক্রিনশট নেয়া থেকে বিরত রাখতে পারবেন। অযাচিত স্ক্রিনশট নেয়া যেকোন কারও জন্যই বেশ ক্ষতিকারক হতে পারে, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। সেক্ষেত্রে, এ ফিচারের মাধ্যমে নিজের ব্যক্তিগত তথ্যসমূহ সুরক্ষিত করা যায় খুব সহজেই। এ ধরনের ফিচার রয়েছে ইমো ও হোয়াটসঅ্যাপে।
তথ্য নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতে ইমোসহ অন্যান্য সোশ্যাল মেসেজিং অ্যাপগুলো নিজেদের প্ল্যাটফর্মে প্রয়োজনীয় সব ফিচার যুক্ত করতে নিরলস কাজ করে যাচ্ছে। প্রতিটি প্ল্যাটফর্মেরই একটি সামাজিক দায়িত্ব রয়েছে, যা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসংখ্য তথ্য আদান-প্রদানের যুগে আমরা বাস করছি; তাই, ব্যক্তিগত ও কর্মজীবনের সুরক্ষায় এ সময় ডেটা নিরাপত্তা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ।
সুতরাং, নিরাপত্তার ক্ষেত্রে সচেতন হতে হলে ব্যবহারকারীদের সঠিক মেসেজিং প্ল্যাটফর্মগুলো ব্যবহার করা উচিত।
Discussion about this post