আন্তর্জাতিক ডেস্ক
স্কটল্যান্ডের একটি প্রাথমিক স্কুলে ১৭ জোড়া যমজ শিশু ভর্তি হয়েছে। স্কটিশ কাউন্সিলের ইনভারক্লাইড এলাকার স্কুলটিতে এই শিশুদের ক্লাস শুরু হয়েছে।
যমজ শিশুর সংখ্যা বেশি হওয়ায় এরই মধ্যে এলাকাটি ‘টুইনভারক্লাইড’ নামে পরিচিতি পেয়েছে। ২০১৫ সালে ইনভারক্লাইডের বিভিন্ন স্কুলে একসঙ্গে ভর্তি হয়েছিল ১৯ জোড়া যমজ শিশু।
চলতি বছর ভর্তি হওয়া যমজ শিশুদের বেশির ভাগই স্কুল শুরুর আগে সম্প্রতি পোশাক মহড়ার জন্য গ্রিনকের সেন্ট প্যাট্রিক প্রাইমারি স্কুলে সমবেত হয়েছিল।
ইনভারক্লাইড কাউন্সিলের ডেপুটি প্রভোস্ট গ্রায়েম ব্রুকস বলেন, যমজ সন্তানদের প্রাইমারিতে স্বাগত জানানোর জন্য ইনভারক্লাইড বা টুইনভারক্লাইডে এটি একটি বার্ষিক ঐতিহ্য হয়ে উঠেছে।
Discussion about this post