শিক্ষার আলো ডেস্ক
চার দফা দাবি আদায়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য সরকারি-বেসরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) বন্ধ ঘোষণা করা হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়েছে, অনিবার্য কারণ:বশত বুধবার থেকে সব সরকারি-বেসরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল বন্ধ ঘোষণা করা হলো। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সব ছাত্র-ছাত্রীকে হোস্টেল ত্যাগ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। ম্যাটস বন্ধের বিষয়ে মহাপরিচালকের সম্মতি রয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়। এদিকে, চার দফা দাবিতে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের সামনে আমরণ অনশন ও অবস্থান কর্মসূচি চালিয়ে আসছিলেন ম্যাটস শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা জানান, দাবি পূরণে মহাপরিচালকের ১৫ দিনের সময়ের আশ্বাসে ৫ সেপ্টেম্বর স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের সামনে অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়। কিন্তু ১৫ দিন অতিবাহিত হওয়ার পরও দাবি আদায়ে কোনো সমাধান হয়নি।
চার দফা দাবিগুলো হলো-
১. বঙ্গবন্ধুর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষার সুযোগ।
২. অনতিবিলম্বে চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে আগের মতো এক বছরের ইন্টার্নশিপসহ অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন।
৩. অ্যালাইড হেলথ শিক্ষা বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে বোর্ড গঠন করা।
৪. অনতিবিলম্বে শূন্য পদে নিয়োগ ও কর্মসংস্থান সৃজন (কমিউনিটি ক্লিনিকসহ সব সরকারি ও বেসরকারি হসপিটাল/ক্লিনিকে পাস করা ডিএমএফদের পদ সৃষ্টি করে পদায়ন করা)।
Discussion about this post