শিক্ষার আলো ডেস্ক
আগামী নভেম্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। ইতোমধ্যে পরীক্ষা আয়োজনের প্রস্তুতিও শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
জানা গেছে, প্রথম ধাপের পরীক্ষা অনেক আগেই নেওয়ার পরিকল্পনা ছিল। তবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পরীক্ষা আয়োজনে অর্থ মন্ত্রণালয়ের আপত্তির কারণে তা নেওয়া সম্ভব হয়নি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, বুয়েটের মাধ্যমে পরীক্ষা আয়োজনের বিষয়টিকে বাড়তি ব্যয় হিসেবে দাবি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কেই পরীক্ষা আয়োজন করতে বলে অর্থ বিভাগ।
কিন্তু প্রশ্ন ফাঁস, নির্ধারিত সময়ে ফলাফল প্রস্তুত করাসহ নানা কারণে পরীক্ষা আয়োজনের সক্ষমতা নেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের। মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা করলে বিষয়টির সমাধান হয়।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান তুহিন বলেন, প্রথম ধাপে বরিশাল, রংপুর, সিলেট বিভাগের পরীক্ষা হতে পারে। এজন্য মন্ত্রণালয় এবং অধিদপ্তর প্রস্তুতি নিচ্ছে।
Discussion about this post