শিক্ষার আলো ডেস্ক
কথা বলতে অক্ষম অর্থাৎ নির্বাক ব্যক্তিদের ভাষা নাটক ও গদ্যের মাধ্যমে তুলে ধরার জন্য চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়ের লেখক জন ফসে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে তার নাম ঘোষণা করেছে দ্য রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স। খবর নিউইয়র্ক টাইমসের।
নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, জন ফসে তার নাটক ও গদ্য-সাহিত্যের মাধ্যমে তাদের ভাষা আমাদের সামনে তুলে ধরেছেন, যারা কথা বলতে অক্ষম।
নোবেল কমিটির ওয়েবসাইটে তার সম্পর্কে বলা হয়েছে, নরওয়ের নাইনর্স্ক ভাষায় রচিত এবং বিভিন্ন ঘরানায় বিস্তৃত জন ফসের রচনাসমগ্র। এর মধ্যে রয়েছে প্রচুর নাটক, উপন্যাস, প্রবন্ধ, কবিতা, শিশুদের বই ও অনুবাদ। তিনি বিশ্বের সর্বাধিক জনপ্রিয় নাট্যকারদের একজন হলেও গদ্যের জন্যও স্বীকৃতি পাচ্ছেন প্রায়।
জন ফসের জন্ম ১৯৫৯ সালে। তার প্রথম উপন্যাস ‘রাউথ, স্বার্ত’ (লাল, কালো) প্রকাশিত হয় ১৯৮৩ সালে। ইউরোপে তিনি নাট্যকার হিসেবে খ্যাতি পান ১৯৯৯ সালে। প্যারিসে তার নাটক ‘নকন জে তিল আ কোমে’ এর মঞ্চায়নের মাধ্যমে তিনি এই খ্যাতি লাভ করেন।
আগামীকাল শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার জয়ীর নাম ঘোষণা করা হবে। মাঝে দুই দিনের বিরতি দিয়ে ৯ অক্টোবর ঘোষণা করা হবে এবারের অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।
Discussion about this post